শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ফেরীঘাট ও কন্টেইনার পোর্ট চাইলেন সেলিম ওসমান ও শামীম ওসমান

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৭   আপডেট: ২৮ এপ্রিল ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : নারায়ণগঞ্জের দুই এমপি সহোদর সেলিম ওসমান ও নাসিম ওসমান নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানের কাছে বন্দরবাসীর জন্য একটি দাবি ফেরিঘাট ও খানপুরে ব্যবসায়ীদের জন্য একটি কন্টেইনার টার্মিনাল গড়ে তোলার জন্য দাবি করেছেন। শুক্রবার সকালে বিআইডব্লিউটিএ কর্তৃক সদ্য সংগৃহীত ড্রেজিং ও নৌ-পথ সংরক্ষণ সহায়ক ২০টি নৌ-যান শুভ উদ্ভোধনি অনুষ্ঠানে নারায়ণগঞ্জের দুই এমপি সহোদর সেলিম ওসমান ও নাসিম ওসমান তাদের বক্তব্যে এ দাবি করেছেন। বক্তব্যে নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান বলেন, সেন্ট্রাল ঘাট এবং নবীগঞ্জ গুদারাঘাটের মানুষ নবাব সিরাজ-উদ-দৌলার আমল থেকে অমানুষিক অত্যাচার সহ্য করে আসছে। বন্দরবাসী স্বাধীন হয়েও স্বাধীন হতে পারে নাই। প্রতি বছর এখানে দুর্ঘটনা ঘটে। শীতলক্ষ্যা দিয়ে একটি ব্রীজ হচ্ছে। এই ব্রীজ হলে ব্যবসা-বাণিজ্যের যথেষ্ট উন্নতি হবে বন্দর এলাকায়। কিন্তু মানুষের চলাচলের জন্য সেন্ট্রাল ফেরি ঘাট অথবা নবীগঞ্জ গুদারাঘাট দিয়ে একটি ব্রীজ করা এমন কোন কঠিন কাজ না যেটা করা নৈতিক দায়িত্ব। যতদিন এই ব্রীজ না হবে ততদিন এই ২ ঘাট দিয়ে ২টি ফেরী দিয়ে পারাপারের ব্যবস্থা করেন। ৫৫ ভাগ বৈদেশিক মুদ্রা অর্জন করে নারায়ণগঞ্জের শ্রমিকরা যার ৭০ ভাগই মহিলা। প্রায় পৌনে ২ লাখ মানুষ বন্দর থেকে নারায়ণগঞ্জে কাজ করার জন্য আসে। তাদের কষ্ট লাঘব করতে আগামী রমজানের পূর্বেই এখানে ফেরীর ব্যবস্থা করতে হবে। অন্যদিকে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জকে এক সময়ের প্রাচ্যের ড্যান্ডি উল্লেখ করে বলেন, আমাদের ডিসি অফিসের সামনে যে পোর্ট জায়গাটা আছে আমরা দেখতে চাই এটা পিপিপির মাধ্যমে কন্টেইনার পোর্ট হবে। কারণ নারায়ণগঞ্জ থেকে শুধু গার্মেন্টস সেক্টরের ৯০০ কন্টেইনার বিভিন্ন জায়গায় যায়। এই কন্টেইনার পোর্ট হলে আমাদের নারায়ণগঞ্জের ব্যবসা বানিজ্য আরো এগিয়ে যাবে। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য অনেক কাজ করছেন। তার একটি অংশ হচ্ছে আজকের এই ২০টি নৌ-যান উদ্ভোধন। নদীকে বাঁচাতে হবে। নদীকে বাঁচাবার দায়িত্ব শুধু রাষ্ট্র কিংবা সরকারের না। আমাদের সকলের। নদী দূষণ রোধ করতে এবং নদীর অবৈধ স্থাপনা দূর করতে কঠিন আইন হওয়া উচিত। কারণ নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমাদের নদীতে যেই মিঠা পানি আছে সেই মিঠা পানিকে যদি ব্যবহার করে মৎস্য শিল্পে লাগানো যায় তা দিয়ে আমাদের বাজেটের এক তৃতীয়াংশ আসবে। এ সময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি বদিউজ্জামান বাদল, বিআইডব্লিউটিএ’র সচিব মো. আবুল বাসার, নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফউদ্দিন, উপ পরিচালক মো. শহীদুল্লাহ, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।
এই বিভাগের আরো খবর