শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে বিআইডব্লিউটিএ’র ইজাদারাদারকে শুল্ক আদায়ে বাঁধা প্রদানের অভিযোগ

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৭   আপডেট: ২৭ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সিদ্ধিরগঞ্জ) : সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যার তীরে বিআইডব্লিউটিএ’র ইজারাদার মেসার্স মাহমুদা ট্রেডার্সের মালিক মো: ইউসুফ আলীকে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র শুল্ক আদায়ে বাঁধা প্রদান করছে বলে অভিযোগ পাওয়া গেছে। শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রীজের উত্তর পাশ থেকে শিমরাইল হয়ে সুকরশী বালুঘাট পর্যন্ত বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ থেকে বৈধ ইজারার মাধ্যমে শুল্ক আদায়ে নিয়োজিত রয়েছে মেসার্স মাহমুদা ট্রেডার্স। দীর্ঘদিন যাবৎ রাজধানী ঢাকার ডেমরা থানার শুকরসী এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী জসিম ঢালী গং সন্ত্রাসী কায়দায় হুমকি দমকি এবং মারধর করে ইজারাদার প্রতিষ্ঠানকে শুল্ক আদায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে জানা গেছে। ডেমরা থানা পুলিশে একাধিক অভিযোগ করেও রেহাই পাচ্ছেনা ইজারাদার প্রতিষ্ঠানটি। মাহমুদা ট্রেডার্সের মালিক মো: ইউসুফ আলী জানায়, বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দর থেকে সরকারী কোষাগারে ৩৫ লাখ টাকা রাজস্ব জমা দিয়ে ২০১৬-১৭ অর্থবছরের জন্য কার্যাদেশ পেয়ে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রীজের উত্তর পাশ থেকে শিমরাইল হয়ে সুকরশী বালুঘাট পর্যন্ত লোড আনলোডের শুল্ক আদায়ে নিয়োজিত রয়েছি। ইজারা পাওয়ার পর শুল্ক আদায়ের জন্য ডেমরা থানার শুকরসী এলাকার জসিম ঢালীকে দায়িত্ব প্রদান করি। সে দায়িত্ব নেয়ার পর থেকে অদ্যবধি ১০ মাস পর্যন্ত নদীর পাড়ের আদায়কৃত শুল্ক আমাকে বুঝিয়ে না দিয়ে টালবাহানা শুরু করে। এব্যাপারে ডেমরা থানায় অভিযোগ করার পর থানা পুলিশ তাকে ডাকলে সমঝোতার মাধ্যমে কয়েকটি চেক প্রদান করে। পরবর্তীতে ব্যাংকে গিয়ে তার একাউন্টে টাকা পাওয়া যায়নি। তারপর থেকে থানা পুলিশ তাকে থানায় আসার জন্য ডাকলেও সে কর্নপাত করে নাই। সর্বশেষ গত ২০ এপ্রিল টাকা নিয়ে থানায় যাওয়ার কথা থাকলেও সে না গিয়ে ২৩ এপ্রিল হাজির হবে বলে কথা দেয়। পরে ২৫ এপ্রিল আমি থানায় গিয়ে এ বিষয়ে জানতে চাইলে আমাকে আমার লোকজন দিয়ে শুল্ক আদায় করার জন্য অনুমতি দেয়া হয়। কিন্তু ২৬ এপ্রিল বুধবার আমার লোকজন নদী পাড়ে গেলে জসিম ঢালী তার অনুগত সন্ত্রাসীদের নিয়ে আমার লোকজনের উপর হামলা চালিয়ে মারধর করে। খবর পেয়ে ডেমরা থানা পুলিশকে বিষয়টি জানালে ফোর্স পাঠানোর আশ্বাস দেয়। পুলিশের উপস্থিতি দেরি হওয়ার কারনে লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে আমাদের উপরেও হামলা চালায়। একপর্যায়ে তখন জসিম ঢালীকে ধরে নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসানের কার্যালয়ে নিয়ে আসি। এসময় বিষয়টির বিচার করে দিবে মর্মে কাউন্সিলরের বাবা আব্দুল মতিন মাষ্টার জসিম ঢালীকে ছেড়ে দেয়। তিনি আরো জানায়, দুপুরে ডেমরা থানা ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করে যাওয়ার পর রাতে
এই বিভাগের আরো খবর