মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

রূপগঞ্জে মাদক ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৭   আপডেট: ১৯ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জে মাদক ও জঙ্গী বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রূপসী নিউ মডেল স্কুল কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, তারাব পৌরসভার মেয়র মিসেস হাসিনা গাজী। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, সহকারী কমিশনার ভুমি সাইদুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, কমিশনার আনোয়ার হোসেন, প্রমুখ। বক্তারা বলেন, জঙ্গীবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেখানে জঙ্গী তৎপরতা দেখা দিবে, সেখানেই প্রতিহত করা হবে। এ দেশের মাটিতে জঙ্গীদের ঠাই নেই। তাই সকলকে সজাগ থাকতে হবে, যাতে করে জঙ্গীরা কখনও মাথাচারা দিয়ে না উঠতে পারে। আর মাদক নির্মুল করতে প্রশাসন কঠোর হতে হবে। যুব সমাজকে বাঁচাতে হলে সকলে মিলে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তাহলেই যুব সমাজ ধ্বংশের হাত থেকে রক্ষা পাবে।
এই বিভাগের আরো খবর