শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি মামলা প্রত্যাহারের দাবীতে ফতুল্লায় সাংবাদিক সমাবেশ

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৭   আপডেট: ৫ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডট কম: আইসিটি আইনের ৫৭ ধারা সংশোধনের দাবীতে মানব মানববন্ধন করেছে ফতুল্লা প্রেস ক্লাব।  এসময় ও  নারায়ণগঞ্জের ৫ জন সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি আইনে দায়ের করা মিথ্যা  মামলা প্রত্যাহারেরও দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ।  সোমবার (১৭ এপ্রিল)সকালে ফতুল্লা প্রেসক্লাবের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি হাজী সৈয়দ ওবায়েদউল্লাহ‘র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনু,সহ-সভাপতি রুহুল আমিন প্রধান,যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ,সাবেক সভাপতি সামাদ মতিন, জেলা আইনজীবি সমিতির সাবেক সহসভাপতি অ্যাড. মশিউর রহমান শাহিন,বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু,ফতুল্লা প্রেসক্লাবের কার্যকরী সদস্য সেলিম মুন্সী,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারন সম্পাদক সোহেল আহমেদ, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক  মোস্তাক আহমেদ সুমন ,দৈনিক যুগান্তর পত্রিকার ফতুল্লা প্রতিনিধি আল আমিন প্রধান প্রমুখ। ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন  দৈনিক যায় যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন আকাশ,ফতুল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল,দপ্তর সম্পাদক আব্দুল আলীম লিটন,ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফুর রহমান আরিফ,প্রতিষ্ঠাতা সদস্য এআর মিলন,সদস্য পিয়ার চান, মাহবুবুর রহমান খোকা,জিএ রাজু, মাসুদ আলী,সাংবাদিক মামুনুর রশীদ মুন্না, দুলাল হোসেন, মাসুদুর রহমান তালুকদার,  সেলিম মাতবর ও ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের কার্যকরী সদস্য নজরুল ইসলাম সুজন,মাইটিভির ফতুল্লা প্রতিনিধি সাহাবুদ্দিন,আলআমিন চৌধুরী। সমাবেশে বক্তারা আইসিটি আইনের সংশোধনসহ যুগের চিন্তা পত্রিকার প্রকাশক- সম্পাদক ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আবু আল মোরছালীন বাবলা, ডান্ডিবার্তা পত্রিকার সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান বাদল সহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী জানান। এ ব্যাপারে প্রধান মন্ত্রী‘র দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকদের উপরে নির্যাতন ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে দ্রুত হস্তক্ষেপ  কামণা করেছেন।   বাধন/ফতুল্লা/বা্  
এই বিভাগের আরো খবর