বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে ৩দিন ব্যাপী বৈশাখী মেলা ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৭   আপডেট: ১৫ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সিদ্ধিরগঞ্জ) :  সিদ্ধিরগঞ্জে শুভ বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে তারুন্যের প্রাণের উদ্যোগে ৩দিন ব্যাপী বৈশাখী মেলা ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে নাসিক ৫নং ওয়ার্ডের আজিবপুর এলাকাস্থ শীতলক্ষ্যা নদীর পাড়ে সোনামিয়া ষ্টেডিয়ামে এ বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো: ইয়াছিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও থানা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারা বেগম। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি এ শ্লোগানকে সামনে রেখে সেচ্ছাসেবী সংগঠন তারুন্যের প্রাণের মো: নাঈম, মো: শুভ, দেলোয়ার হোসেন, মো: বাবু, রুবেল চাঁন বেপারী, মো: হারুন, শওকত, জীবন, কামাল, ঋতু ঘোষ, রকিব, শান্ত ও মিঠুর সার্বিক তত্ত্বাবধানে এ বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষকে বিনোদন এ আয়োজন করেছেন।
এই বিভাগের আরো খবর