শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

ন্যাপ নেতা শামসুল হকের ১২ তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৭

যুগেরচিন্তা ২৪ ডট কম : ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন  বিশিষ্ট রাজনীতিক ও ন্যাপের সাবেক সভাপতি  মো. শামসুল হক। একাধারে তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের  একজন সংগঠকও। নারায়ণগঞ্জের ফতুল্লাতে সমাজ সেবক হিসেবেও ব্যাপক পরিচিতি  ছিল তাঁর। পেশায় তিনি ছিলেন একজন আয়কর উপদেষ্টা। ১৯৮৪ সালে ফতুল্লার এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন তিনি।  এছাড়াও নারায়ণগঞ্জ জেলার মধ্যে অন্যতম হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়েরও প্রতিষ্ঠাতা মো.শামসুল হক।  মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারী) মরহুম শামসুল হকের ১২ তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষ্যে  শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারী) মাসদাইর পৌর কবরস্থানে মরহুমের সমাধিতে পুস্পস্তবক অর্পণ, কোরানখানি ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।
এই বিভাগের আরো খবর