শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে হবে শিক্ষাঙ্গণ ও ক্যাম্পাস : ইউএনও তাসনিম

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৭   আপডেট: ২৩ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সিদ্ধিরগঞ্জ) : সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম জেবিন বিনতে শেখ বলেছেন, মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে হবে শিক্ষাঙ্গণ ও ক্যাম্পাস। সমাজের সকলে মিলে এ অভিশাপ থেকে কোমলমতি শিক্ষার্থীদের বাঁচাতে হবে। যুব সমাজকে মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। সচেতন করতে হবে সমাজকে। আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে হলে মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে।   বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জে জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের মাদক মুক্ত সমাজ চাই এ স্লোগানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের ৫শ’ শিক্ষার্থীকে মাদক মুক্ত থাকতে শপথ বাক্য পাঠ করান। জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান শেখ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মোঃ তমিজ উদ্দিন মৃধা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সাব ইন্সপেক্টর আঃ সালামসহ আরো অনেকে। বিপ্লব কুমার মোদক বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ এবং উজ্জল নক্ষত্র তাই মাদক সম্পর্কে তাদের খুব সতর্ক থাকতে হবে। আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে সমাজ থেকে দ্রুত মাদক নির্মূল করা সম্ভব হবে। আল আমিন/এস/এস
এই বিভাগের আরো খবর