শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ফতুল্লায় ১৫ দিন পর কবর থেকে বৃদ্ধার লাশ উত্তোলন

প্রকাশিত: ৯ মার্চ ২০১৭   আপডেট: ৯ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মৃত্যুর ১৫ দিন পর কবর থেকে রোকেয়া বেগম (৫৭) নামে এক বৃদ্ধার লাশ উত্তোলন করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে  নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুনায়েদ হোসেনের  উপস্থিতিতে রোকেয়ার লাশ উত্তোলন করে পুলিশ। নিহত রোকেয়া ২ ছেলে ১ মেয়েকে নিয়ে ফতুল্লার তল্লা এলাকায় ভাড়া থাকতেন। তার স্বামী  প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে আছেন বেশ কয়েক মাস যাবৎ। রোকেয়ার লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়ে দিয়েছে পুলিশ। নিহত রোকেয়ার পরিবারের সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারী নিহত রোকেয়ার বোনের ছেলে ফুয়াদ (২২) তার বন্ধু অমিকে  নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যায়। সেখান থেকে ফেরার পথে বিকেলে ফুয়াদ অমিকে নিয়ে তল্লা এলাকায় খালা রোকেয়ার  বাসায় যায়। এসময়  অমিকে বাসার নিচে দাড় করে রেখে যায় ফুয়াদ। বাসা থেকে ফুয়াদের বের হতে দেরী হলে অমি ফুয়াদের খোঁজে রোকেয়ার বাড়িতে প্রবেশ করে।  সেখানে সে  ঘরের মেঝে রোকেয়ার লাশ পড়ে থাকতে দেখে। আর ফুয়াদ  গামছা হাতে ওই লাশের পাশে দাড়িয়ে আছে। অমিকে দেখে ফুয়াদ রান্না ঘর থেকে বটি নিয়ে তাকে হুমকি দিয়ে বলে এ ঘটনা গোপন রাখতে। এ সময় অমি ঘরে আর কাউকে দেখতে পায়নি। ঘটনার পর ফুয়াদ আত্মীয় স্বজনকে ফোন করে জানায় যে তার খালা রোকেয়া ষ্ট্রোক করেছে।  আত্মীয় স্বজনরা এসে রোকেয়াকে খানপুর ৩’শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোকেয়াকে মৃত বলে ঘোষণা করে।  এরপর  রোকেয়াকে কাশিপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনার ২দিন পর অমি তার মায়ের কাছে ঘটনাটি বললে তিনি  নিহত রোকেয়ার আত্মীয় স্বজনকে  বিষয়টি জানায়। পরে নিহতের আত্মীয় স্বজনরা ফুয়াদকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে ফুয়াদ অকপটে সব স্বীকার করলে তারা তাকে পুলিশে সোপর্দ করেন। রোকেয়ার পরিবারের লোকজন দাবী করেন, নিহত রাকেয়ার শরীরে  যে পরিণাম  স্বর্ণালংকার ছিল তা পাওয়া যায়নি।  তাদেও ধারণা ফুয়াদ মাদকের টাকার জন্যই খালাকে হত্যা করেছে। বাধন/এস/এস
এই বিভাগের আরো খবর