শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাইওয়ানের উপস্থিতি চায় না চীন

প্রকাশিত: ৮ মার্চ ২০১৭   আপডেট: ৮ মার্চ ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাইওয়ানের প্রতিনিধি দলকে উপস্থিত হতে না দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন।চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইয়িং বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানিয়েছেন।তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহের গোড়ার দিকে জানিয়েছেন, শুক্রবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাইওয়ানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক ক্ষমতাসীন দলের নেতা ইউ শাই-কুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে। এ ছাড়া, তাইওয়ানের একজন নিরাপত্তা উপদেষ্টা এবং কয়েকজন আইনপ্রণেতাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।হুয়া চুনইয়িং বলেন, নব নির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাইওয়ানের কথিত কোনো প্রতিনিধিকে যুক্তরাষ্ট্র যেন অংশ নেয়ার সুযোগ না দেয়। তাইওয়ানের সঙ্গে কোনো ধরণের আনুষ্ঠানিক যোগাযোগ না করতেও আহ্বান জানান তিনি।এ ছাড়া, চীনের বিষয়ে নাক গলালে বেইজিং-ওয়াশিংটন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও হুশিয়ারি দেন তিনি।চীনা মুখপাত্র জানান, তাইওয়ান নিয়ে বেইজিংয়ের অবস্থান সঠিক এবং নির্ভুলভাবেই মার্কিন প্রশাসন ও ট্রাম্পের দলের কাছে তুলে ধরা হয়েছে ।
এই বিভাগের আরো খবর