শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

ফতুল্লায় উদ্ধারকৃত গলাকাটা শিশুর মরদেহ দাফন

প্রকাশিত: ২২ মে ২০১৭   আপডেট: ২২ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (ফতুল্লা) : ফতুল্লা থেকে উদ্ধারকৃত অজ্ঞাত শিশুর মরদেহ দাফন করা হয়েছে। সোমবার দুপুর ২ টার সময় ফতুল্লা রিপোটার্স ইউনিটির উদ্যোগে দাপা কবরস্থানে এই লাশ দাফন হয়। এ সময় উপস্তিত ছিলেন রিপোটার্স ইউনিটির সভাপতি নুরু ইসলাম নুরু, মামুনুর রশিদ মুন্না সোহেল আহমেদ যুবলীগ নেতা শাহীন যুগেরচিন্তা সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদ আহমদ বাধন। উল্লেখ্য, গত শনিবার সকালে দাপা ইদ্রাকপুর শিশু কল্যান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-২’র বাউন্ডারী দেয়ালের ভিতরের ঝোপে শিশুটির মরদেহ দেখতে পায় বিদ্যালয়ের প্রহরী। পরে তিনি আশেপাশের লোকজন ডেকে আনেন ও পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার অতিঃ পুলিশ সুপার (ক সার্কেল)  মো. শরফুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে আমি এবং এসআই নাজনীন ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা শিশুটির মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠাই। ধারনা করা হচ্ছে দূর্বৃত্তরা শিশুটিকে অন্য স্থানে গলাকেটে হত্যার পর মরদেহটি ওই স্থানে ফেলে চলে যায়। শিশুটির পরণে লাল টিশার্ট ও ফুল প্যান্ট রয়েছে।
এই বিভাগের আরো খবর