শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

সোনারগাঁয় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবোরোধ

প্রকাশিত: ২ মে ২০১৭   আপডেট: ২ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সোনারগাঁ) : বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় অবস্থিত বিথী ফ্যাশন নামে একটি রপ্তানীমুখী পোশাক শিল্প কারখানার শ্রমিকরা গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রামের মহাসড়ক অবোরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা জানায়,উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় অবস্থিত বিথী ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতননাদিয়ে ওই কারখানার চেয়ারম্যান মাসুদুর রহমান ও ব্যাবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন তালবাহানা শুরু করেন। তাদের বকেয়া বেতন দেওয়ার কথা বলে কয়েকবার সময় দিয়েছেন। গতকাল বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ বেতননা দেওয়ায় শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। পরে কাঁচপুর হাইওয়ে ও সোনারগাঁ থানা পুলিশ এসে তাদের বকেয়া বেতন দেওয়ার কথা বললে তারা অবরোধ তুলে নেন। ওই কারখানার শ্রমিক শফিকুল ইসলাম ও নাসিমা আক্তার বলেন, এই কারখানায় ২শ ৫০ জন শ্রমিক কাজ করেন। গত ২৬ এপ্রিল বিনা নোটিশে কোন কারন না দেখিয়ে ফিনিশিং, স্ইুং ও কোয়ালিটি সেকশনের অর্ধশতাধিক শ্রমিককে ছাটাই করেন মালিকপক্ষ। আমাদের বকেয়া বেতন দেওয়ার জন্য ইতিমধ্যে কয়েকবার তারিখ দিলেও বেতন নিয়ে তালবাহানা শুরু করেন। গতকাল বেতন দেওয়ার কথা থাকলেও আমাদের বেতন না দেওয়ায় আমরা বাধ্য হয়ে মহাসড়কে নামতে বাধ্য হয়েছি। আব্দুল খালেক ও সোনিয়া আক্তার বলেন, মালিকপক্ষের লোকেরা আমাদের বিনা কারনে অন্যায়ভাবে চাকরী থেকে ছাটাইকরেছেন। কিন্তু আমাদের বেতন ঠিকমত পরিশোধ না করে আমাদের সাথে বারবার প্রতারনা করছেন। তারা বলেন, আমাদের দোকানবাকি ও ঘর ভাড়া দিতে না পারায় আমরা মানবেতর জীবন-যাপন করছি। এব্যাপারে উর্ধত্বন কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এ বিষয় জানতে চাইলে বিথী ফ্যাশনের ব্যাবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন বলেন, শ্রমিকদের  বকেয়া বেতন আগামী ১৯মে তারিখে পরিশোধ করা হবে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরিফুল আলম বলেন, বিথী গার্মেন্টস এর শ্রমিকরা  বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। পরে তাদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে মহাসড়ক থেকে সরে যায়। সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর ইসলাম বলেন, শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার ব্যাপারে মালিক পক্ষকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিভাগের আরো খবর