বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৭   আপডেট: ৯ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সিদ্ধিরগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে ৪ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদক সন্ত্রাস ইভটিজিং ও জঙ্গী বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ আসর ওয়ার্ডের আউলাবন এলাকায় এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। নাসিক ৪ নং ওয়ার্ড (দক্ষিণ) কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো: নুর মোহাম্মদের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: আবুল হোসেন, পরিদর্শক (অপারেশন্স) নাসির উদ্দিন ও সিদ্ধিরগঞ্জ এমএস টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈকত আলী রনি। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: আবুল হোসেন তার বক্তব্যে বলেন, এ অঞ্চলের প্রধান সমস্যা হচ্ছে মাদক। থানায় প্রতি মাসে ১’শ মামলা হলে তার মধ্যে ৭৫টি মামলা হয় মাদকের। আর এ মাদকের কারণে বর্তমানে ভয়ানক অপরাধ সংঘঠিত হচ্ছে। তাই মাদককে সমাজ থেকে চিরতরে নির্মূল করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। পাশাপাশি জঙ্গীবাদ সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। এছাড়াও ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের প্রচার সম্পাদক তার বক্তব্যে অভিযোগ করে বলেন, কিছুদিন আগে নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের মহা সমাবেশে বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক একেএম শহিদুল হক বিপিএম, পিপিএম পুলিশ কর্মকর্তাদের সাথে সোর্স ব্যবহার না করার জন্য হুশিয়ারী উচ্চারন করলেও কিছু কর্মকর্তা এখনো সোর্স নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে। আজকের এই মতবিনিময় সভায় অংশগ্রহন না করতে কিছু ব্যক্তিকে সোর্সরা ফোনে হুমকিও দিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য জেলা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এসময় আরো উপস্থিত ছিলেন, নাসিক ৪ নং ওয়ার্ড (দক্ষিণ) কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা আলী হোসেন, আইয়ুব আলী, সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক শাহরিয়ার তপন, কোষাধক্ষ্য আ: রশিদ, কার্যকরী সদস্য রহিম মুন্সি, ইঞ্জি. লিয়াকত আলী, মোস্তফাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। আল আমিন/এস/এস
এই বিভাগের আরো খবর