বুধবার   ১৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১

বন্দিদের সংশোধন এবং পুনর্বাসনই আমাদের লক্ষ্য: ডেপুটি জেলার

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭

যুগেরচিন্তা ২৪ ডট কম  নারায়ণগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মোঃ আব্দুস সেলিম বলেছেন বন্দিদের সংশোধন এবং পুনর্বাসনই আমাদের লক্ষ্য। নিরাপদ দেখাব আলোর পথ” এই শ্লোগানকে সামনে রেখে, দেশব্যাপি কারা সপ্তাহ  উপযাপন কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা কারাগারে সপ্তাহব্যাপী তথ্য ও সেবাদান কার্যক্রম উদ্বোধনের সময় তিনি একথা বলেন। ২৬ ফেব্রুয়ারি রোববার দুপুরে কারাগারের ডেপুটি জেলার মোঃ আব্দুস সেলিম এ তথ্য ও সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এ সময় তিনি বলেন এ কারা সপ্তাহ উদযাপনে সপ্তাহব্যাপী বন্দী সম্পর্কে যাবতীয় তথ্য সেবা সরবরাহের মাধ্যমে বন্দি সংশোধন এবং তাদের আইনী সহায়তা দিতে আমরা এ পদক্ষেপ নিয়েছি। এছাড়া এ সপ্তাহ উদযাপনে যে সকল কর্মসূচি আমরা হাতে নিয়েছি তার মধ্যে রয়েছে বন্দিদের জন্য উন্নত খাবার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনোদন, সেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন। বন্দিদের সংশোধন এবং সমাজে পূনর্বাসনই আমাদের মূল লক্ষ্য। এ সময় নারায়ণগঞ্জ জেলা কারাগারে কর্মরত অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান কারারক্ষী মাহবুবে আলম, কারারক্ষী তুহিন, মমিনুলসহ  অন্যান্যরা।
এই বিভাগের আরো খবর