বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

‘না:গঞ্জ জেলা বিএনপির কমিটি রাজনৈতিক নয়, ব্যবসায়িক’

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭

যুগেরচিন্তা ২৪ ডট কম কিছুদিন আগে  নারায়নগঞ্জ জেলা বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়েছে।  এই কমিটিকে নিয়ে নিজ দলের নেতা কর্মীদের মধ্যে রয়েছে নানা আলোচনা সমালোচনা। এই কমিটিকে অনেকে বলছেন দলের জন্য একটি শক্তিশালী কমিটি। আবার অনেকে এই কমিটিকে বলছেন ব্যবসায়িক। বিএনপি নেতা কর্মীদের বহু কাঙ্খিত ছিল  জেলা বিএনপি ও মহানগর কমিটি। সম্প্রতি  জেলা ও মহানগরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ততে এতেও  বেশ কয়েক জনের বিরুদ্ধে  বিএনপি কর্মীদের  রয়েছে অনাস্থা। নবগঠিত নারায়ণগঞ্জ জেলা বিএনপি রাজনৈতিক নয়, ব্যবসায়িক কমিটি এমন মন্তব্য করেছেন কুতুবপুর ইউনিয়ণ বিএনপির সহ-সভাপতি তৈয়বুর রহমান তৈয়ব।  তিনি আরো বলেন, কমিটিতে স্থান পাওয়া ২৬ জনের মধ্যে ৫/৭ ছাড়া বাকী সবাই অযোগ্য। কমিটি গঠন করার ক্ষেত্রে মাঠ পর্যায়ে কোন ধরণের মনিটরিং না করে ২/১ জন ব্যবসায়িক নেতার মতামত বা পছন্দের লোকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে, যা কাম্য ছিলনা। তিনি আরো বলেন,মনিরুল আলম সেন্টুর মত কর্মীবান্ধব ও শক্তিশালী নেতাকে মাইনাস করায় ফতুল্লা তথা জেলা বিএনপির রাজনীতিতে এর বিরুপ প্রভাব পড়েছে। মনিরুল আলম সেন্টুকে যদি ওই কমিটির সাংগঠনিক সম্পাদক  করা হত তাহলে সর্বকালের সেরা কমিটিতে রুপ নিত। জেলা কমিটির সহ-সভাপতি পদে স্থান পাওয়া এড. আবুল কালাম আজাদ বিশ্বাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজাদ বিশ্বাস আওয়ামীলীগের দোসর।  কোন যোগ্যতাবলে তাকে এমন একটি দায়ীত্বশীল পদে বসানো হয়েছে? অপরদিকে কমিটিতে স্থান পাওয়া ও যুগ্ম সম্পাদক পদ পাওয়া কুতুবপুরের এমএ আকবর ও লুৎফর রহমান খোকার প্রসঙ্গে তিনি বলেন, যাদের একটা ইউনিয়ণ সামাল দেয়ার ক্ষমতা নেই, তারা জেলা কিভাবে সামাল দিবে? শিল্পপতি শাহ্ আলম তার কর্মচারী হিসেবে ব্যবহার করার জন্য সবচেয়ে অযোগ্য  আকবর ও খোকাকে কমিটিতে যায়গা করে দিয়েছেন। তবে বিএনপি’র থানা ও জেলা পর্যায়ের বেশ কয়েকজন নেতৃবৃন্দ বলেন,জেলা কমিটিতে দুই একজন বাদে পুরো কমিটি-ই  আগামীতে  জেলা বিএনপির হাল শক্ত করে ধরতে পারবেন, এতে কোন সন্দেহ নেই।
এই বিভাগের আরো খবর