শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সোনারগাঁয়ের ব্যবসায়ী মনির হত্যায় ৪ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৭   আপডেট: ৫ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : সোনারগাঁ উপজেলায় আলোচিত মনির হত্যা মামলায় ৪ জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন কারাদন্ডদেশ দিয়েছেন আদালত। এছাড়া আসামিদের ৭ বছর করে কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ দ্বিতীয় জেলা ও দায়রা জজ কামরুন্নাহারের আদালত এ আদেশ দেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন- আতাউল হামিদ পরাগ, আলমগীর হোসেন, ভুট্টু মিয়া ও রতন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন গোলজার হোসেন ও শাহীন। রায় ঘোষণার সময় আসামি আতাউল হামিদ পরাগ, আলমগীর হোসেন ও ভুট্টু মিয়া উপস্থিত ছিলেন। এ মামলায় রতন, গোলজার ও শাহীন প্রথম থেকেই পলাতক রয়েছে। তবে পরাগ, আলমগীর হোসেন ও ভুট্টু মিয়া জামিনে থাকলেও ৫ মার্চ যুক্তিতর্ক শেষে তাদের জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠান। আসামিরা আগামী ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন বলে আদালত সূত্রে জানা গেছে। আদালতের অতিরিক্ত পিপি সালাউদ্দিন সুইট রায়ের তথ্য নিশ্চিত করে জানান, সব্জি ব্যবসায়ী নিহত মনির হোসেন সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মুসারচর গ্রামের আক্কাস আলীর ছেলে। পাওনা টাকা চাইতে গিয়ে স্থানীয় আতাউল হামিদ পরাগ, আলমগীর হোসেন, ভুট্টু মিয়া, রতন, গোলজার হোসেন ও শাহীনের হাতে ২০০৭ সালের ১৮ জুন রাতে নির্মমভাবে খুন হন। জানা যায়, তারা মনির হোসেনকে ডেকে নিয়ে একটি মাঠে ছুরিকাঘাত করে পেট ফুঁড়ে পার্শ্ববর্তী ডোবায় ফেলে দেয়। এরপর গুমের জন্য কচুরিপানা দিয়ে মরদেহ ঢেকে রাখে। এ ঘটনায় নিহত মনিরের বাবা আক্কাস আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। পরে তদন্তে ৬জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয় তদন্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। নিহতের ভাই কবির হোসেন জানান, ঘটনার পর আমরা একটি নিখোঁজ ডাইরি করি। পরে সিআইডি ও ডিবির সহযোগিতায় আসামিদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা হয়।
এই বিভাগের আরো খবর