মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

শামিম ওসমান ইতিহাস সৃষ্টি করলেন : জেলা প্রশাসক রাব্বি মিয়া

প্রকাশিত: ২৮ মার্চ ২০১৭   আপডেট: ২৮ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেছেন, রাজনৈতিক নেতা  কর্মী মারা গেলে মিছিল হয়, সমাবেশ হয় কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ মারা গেলে কোন প্রতিবাদ হয়না। নারায়ণগঞ্জের ইতিহাস নতুন কিছু সৃষ্টি করার ইতিহাস। এরই ধারাবাহিকতায় শামিম ওসমান আজ ইতিহাস সৃষ্টি করলেন। সিলেটের আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযানে দুই পুলিশ সদস্যসহ নিহত ৬ জনের রুহের মাগফেরাত কামনা ও বোমা হামলায় আহত কর্নেল আজাদসহ অন্যান্যদের আশু অরোগ্য কামনায় দোয়ার মাহফিল ও সমাবেশে ওই কথা বলেন তিনি। চাষাড়া শহীদ মিনারে এর আয়োজন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সাংসদ শামীম ওসমান। এসময় দোয়া মাহফিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, র‌্যাব-১১ এর পরিচালক কামরুল হাসান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন জেবিন বিনতে শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক ও নারায়ণগঞ্জ আইনজীবি সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু। এ সময় সংসদ সদস্য শামীম ওসমান বলেন, আমরা হয়তো সারা বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে পারবো না, কিন্তু আমরা তো অন্তত নারায়ণগঞ্জকে জঙ্গিমুক্ত করতে পারবো। তাই আপনারা সকলে মানুষিক ভাবে প্রস্তুতি নিন। জঙ্গি হামলায় এদেশে যারা নিহত হয় তারা কি মুসলমান না। শুধু পুলিশ বা র‌্যাব জঙ্গিদের প্রতিহত করতে পারবে না। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এ সময় শামীম ওসমান উপস্থিত সকলের কাছে মতামত চেয়ে বলেন, যারা শহীদ হয়েছেন তাদের নামে রাস্তা করতে চাই। সামনে আরো হামলা হবে। দলবাজি না করে সাবধান থাকতে হবে। ওরা যেন বাংলাদেশকে আফগানিস্তান ইরাক না বানাতে পারে। শামীম ওসমানের এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিকয়াত হোসেন খোকা বলেন, আমি শামীম ওসমানের সাথে একই কন্ঠে বলতে চাই, যারা সিলেটে জঙ্গি হামলায় নিহত হয়েছেন তাদের নামে আমিও সোনারগাঁয়ে রাস্তার নাম করন করবো। এছাড়াও উপস্থিত ছিলেন ঘাতক দালাল নিমূল কমিটির জেলা সভাপতি চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গোপিনাথ দাস, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, নায়াণগঞ্জ বিএমএ’র সভাপতি ডা. শাহ্ নেওয়াজ, যুবলীগ নেতা হেলাল, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর সেচ্ছা সেবক লীগের সভাপতি নাজমুল আলম সজল, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়াত আলম সানি ও মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রাহমান রিয়াদ প্রমূখ।
এই বিভাগের আরো খবর