শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

তুমি কেন আমার বুকটা খালি করলা খোদা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৭

যুগেরচিন্তা ২৪ ডট কম ( স্টাফ রিপোর্টার ) : আমার পোলারে যারা সন্ত্রাসী বানাইলো তারা ভালা রইছে, আর আমার বুকটা তুমি একাই খালি কইরা দিলা খোদা। আমি কি এমন অন্যায় করছিলাম। অহন আমার নাতিন আর আমার বউডার কি অইবো।’ জেলা ডিবি পুলিশের সাথে গোলাগুলিতে নিহত কিলার মোক্তারের মা ছেলের লাশ মর্গে থেকে বাড়িতে আনার পর  বিলাপ করে উল্লেখিত কথাগুলো বলছিলেন। এসময়  মোক্তারের লাশ দেখতে আসা অনেককে কান্না করতেও দেখা গেছে। গত বুধবার সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের সাথে  গোলাগুলিতে নিহত হয়েছেন  কিলার মোক্তার ও তার সহযোগী মানিক। এরপর রাতেই নিহত  মোক্তার ও মানিকের লাশ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বৃহস্পতিবার  বিকাল প্রায় সাড়ে ৩টার দিকে  মোক্তার ও মানিকের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন পুলিশ। মোক্তারের লাশ  তার বাড়িতে নেয়ার পর  এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।   এসময়  মোক্তারের লাশ দেখতে এলাকার মানুষ  মোক্তারের বাড়িতে ভীড় করে।  লাশ বাড়িতে নেয়ার পর  মোক্তারের বৃদ্ধ মা,  মোক্তারের স্ত্রী ও ক্যান্সার রোগাক্রান্ত মেয়ে বিলাপ করছিলেন। মোক্তারের মা  বিলাপ করে বলছিলেন ‘আমার পোলারে যারা সন্ত্রাসী বানাইলোতারা ভালা রইছে, আর আমার বুকটা তুমি খালি কইরা দিলা খোদা।  আমি কি এমন অন্যায় করছিলাম। অহন আমার নাতিন আর আমার বউডার কি অইবো। আমার পোলা নাকি সন্ত্রাসী । কিন্তু তারতো ঘরে ঠিকমতো  চুলাও জ্বলতো না। দেখতাম বিভিন্ন নেতারা আমার পোলারে ডাইকা নিয়া যাইতো। তারে খুব আদও করতো। কিন্তু তাগো আদর যে একদিন  আমার পোলার বিপদ অইবো এইডা জানলে আমি আমার বাজানরে তাগো কাছে যাইতে দিতাম না।    আমার পোলায় যদি সন্ত্রাসী অয়, তাইলে সবচে বড় সন্ত্রাসী তারা যারা আমার  পোলারে ব্যবহার করতো।’ মোক্তারের মায়ের এমন বিলাপে উপস্থিত পুরুষ মহিলাদের অনেককে কাঁদতে দেখা গেছে। অপরদিকে, মানিকের পরিবারের লোকজনও  ভাবতে পারেনি এভাবে মানিককে ক্রস ফায়ারের  শিকার হতে হবে।   মানিকের চাইতে অনেক বড় সন্ত্রাসী রয়েছে কুতুবপুরে । কিন্তু তারা আছেন বহাল তবিয়তে । এমন অভিযোগ নিহত মানিকের পরিবারের।
এই বিভাগের আরো খবর