শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

পানাম নগরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা, ৮৫ হাজার টাকার মালামাল লুট

প্রকাশিত: ১৪ মার্চ ২০১৭   আপডেট: ১৪ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম  (সোনারগাঁ) : সোনারগাঁ উপজেলার লোকও কারুশিল্প ফাউন্ডেশন সংলগ্ন পানাম নগর এলাকায় পর্যটকদের উপর হামলা চালিয়েছে শীর্ষ সন্ত্রাসী শান্ত ও তার বাহিনী। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পর্যটক শাওন। মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, কুমিল্লার সজিব, দাউদকান্দির তানজিয়া ও বন্ধু শাওন বেলা ১১ টার সময় সোনারগাঁ পানামনগরে পুরাকীর্তি পরিদর্শন করার লক্ষে টিকেট কেটে ভিতরে প্রবেশ করে ঘুরাফেরা করছিল । দুপুর ১২ টার সময় সোনারগাঁয়ের চিলারবাগ এলাকার গ্যাস মঈনের ছেলে শান্ত (২২) তার সন্ত্রাসী বাহিনী আকাশ (২০), অতু (২৪), আরাফাত (২০), ইমন (২০), সানি (২৪), ¯িœগ্ধ (২০)  রামদা, ধারালো অস্ত্র, চাকু ও রড নিয়ে তাদের উপর আক্রমন চালায়। এ সময় ওই জায়গায় কর্মরত সিকিউরিটি আনসারগন ভয়ে নিরবতা পালন করে। সন্ত্রাসীরা আক্রমন করে প্রায় ৮৫ হাজার টাকার মালামাল লুটে নেয়। এ ব্যপারে শাওন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ মঞ্জুর কাদের বলেন, আমি অন্য কাজে বাহিরে আছি। অভিযোগটির বিষয়ে আমার জানা নাই। জেনে ব্যবস্থা নিব । উল্লেখ্য, সন্ত্রাসী শান্ত বিভিন্ন সময়ে বিভিন্ন অপকর্ম করে দাপটের সহিত সোনারগাঁয়ের সর্বত্র বিচরন করছে । সোনারগাঁ থানায় তার নামে ২টি হত্যা মামলা সহ কয়েকটি মামলা রয়েছে। সে মাদক স¤্রাট হিসাবে বিখ্যাত । মাদক মামলায় একাধীকবার গেপ্তার হয়ে জামিনে এসে দাপটের সহিত মাদক ব্যবসা পরিচালনা করছে।
এই বিভাগের আরো খবর