শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

সোনারগাঁয়ের ৩৫ গ্রামের ৯ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ১৩ মার্চ ২০১৭   আপডেট: ১৩ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সোনারগাঁ) : সোনারগাঁ উপজেলার প্রায় ৩৫টি গ্রামের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ভ্রাম্যমান আদালত ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার চান্দেরকীর্তি এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের উপব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান জানান, সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের চান্দেরকীর্তি গ্রামের পাশ দিয়ে উদ্ববগঞ্জ-বারদি সড়কের নিচ দিয়ে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট সদস্যরা বৈদ্যেরবাজার ও বারদি ইউনিয়নের ৩৫টি গ্রামের ৯ হাজার মানুষের বাড়িতে অবৈধভাবে গ্যাসের সংযোগ দেয়। সংযোগ দেওয়ার আগে এ চক্রটি প্রতি গ্রাহকের কাছ থেকে ২০ থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে হাতিয়ে নেন। এসব অবৈধ গ্রাহকদের কাছ থেকে বিল নেওয়ারও কোনো সুযোগ না থাকায় সরকার বিপুল পরিমাণ টাকার রাজস্ব হারাচ্ছে। সোমবার সকালে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াতের নেতৃত্বে পুলিশ ও তিতাসের কর্মকর্তা-কর্মচারীরা প্রায় তিন ঘন্টা অভিযান চালিয়ে অবৈধ গ্যাস লাইনের পাইপ মাটি থেকে তুলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর