বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

হাওরবাসীদের পাশে দাড়ানোর আহ্বানে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের মানববন্ধন

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৭   আপডেট: ২৭ এপ্রিল ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : ডুবছে হাওরবাসী, আমরা কি জাগবো না? এ স্লোগান নিয়ে হাওর অঞ্চলের বন্যাদূর্গতদের পাশে দাড়ানোর আহ্বানে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। জোটের সাবেক সভাপতি ভবানী শঙ্কর রায়ের সভাপতিত্বে মানববন্ধনে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দীকি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গনের সভাপতি অমল আকাশ, বাসদ সমন্বয়ক নিখিল দাস, ছড়াকার আহমেদ বাবলু, গানের দল গায়েনের শিল্পী শাহিন মাহমুদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুদ্দিন সবুজ। এ সময় বক্তারা বন্যা কবলিত মানুষের দুর্দশা তুলে ধরে সমস্যা সমাধানে নারায়ণগঞ্জ ও দেশবাসীর সহযেীতা কামনা করেন এবং  হাওর অঞ্চলের নানাবিধ সমস্যা সমাধানে দীর্ঘ মেয়াদী আন্দোলনে নামার ঘোষণা দেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রফিউর রাব্বি তার বক্তব্যে বলেন, মানুষই মানুষের পাশে দাড়ায়। তাই আমরা আজ এখানে সমবেত হয়েছি হাওরে বন্যায় ক্ষতিগ্রস্ত এবং বন্যাদূর্গতদের জন্য ত্রাণ সহায়তার দেয়ার মাধ্যমে তাদের পাশে দাড়ানোর প্রতিশ্রুতি নিয়ে। আমরা এখানে সমবেত হয়েছি রাষ্ট্রের দায়িত্বহীনতার কথা স্মরণ করিয়ে দিতে। এ বন্যায় সুনামগঞ্জ সহ বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্থ হয়েছে। নষ্ট হয়েছে অনেক ফসল। পানিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে মাছ, হাস সহ  অন্যান্য সকল প্রাণী সম্পদও ক্ষতিগ্রস্থ হয়েছে। এ সময় তিনি ত্রান সহায়তার পাশাপাশি হাওর অঞ্চলের নানাবিধ সমস্যা সমাধানে দীর্ঘ মেয়াদী আন্দোলনে নামার ঘোষণা দেন। অমল আকাশ তার বক্তব্যে বলেন, আমরা নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের কাছে ত্রাণ ও অন্যান্য সহযোগীতা পৌছে দিয়ে তাদের পাশে থাকব।এই কর্মসূচীর মাধ্যমে আমরা আমাদের নিজস্ব সামর্থ অনুযায়ী তাদের পাশে দাড়াবো। শুধু মাত্র বন্যাকালীন সময়েই নয়, বন্যা পরবর্তীতেও হাওরবাসীর সমস্যাগুলোর স্থায়ী সমাধানের দাবীতে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। এছাড়াও উদীচী সভাপতি জাহিদুল হক দ্বিপু, হাফিজুল ইসলাম, ছাত্র ফেডারেশন সভাপতি মশিউর রহমান রিচার্ড, নাসির আহমদে, রঘু অভিজিৎ রায়, কবির বিটু, জিয়াউল ইবন,আফসার বিপুল, সুবর্ণদিনের আহ্বায়ক  আফরীন হিয়া সহ বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা এ মানবন্ধনে উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর