শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

দেড়মাসেও উদ্ধার হয়নি এসএসসি পরীক্ষার্থী রুবাইয়াত

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৭   আপডেট: ২৪ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : বন্দরে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রুবাইয়াত জাহান হিয়া (১৫) অপহরণের দেড়মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশের ব্যার্থতায় অপহৃতার পরিবারের মাঝে চরম শংকা বিরাজ করছে। এদিকে দেড় মাসেও তরুনী শিক্ষার্থী রুবাইয়াত  উদ্ধার না হওয়ায় জনমনে নানা প্রশ্নের সঞ্চার করছে। পুলিশের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করছে। অপরদিকে হিয়া অপহরণের ঘটনায় রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক মহলে অজানা সংশয় দেখা দিয়েছে। এ ঘটনায় অভিভাবক মহল উদ্বিগ্ন প্রকাশ করেছে। জানা গেছে,  মতে,মদনপুর ছোট সাহেব বাড়ী এলাকার পার্টস ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ভূইয়ার মেয়ে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রুবাইয়াত জাহান হিয়া (১৫) কে পাশর্^বর্তী মাষ্টারবাড়ী এলাকার শাহজাহান মিয়ার বখাটে পুত্র শামীম ওরফে ইয়াবা শামীম দীর্ঘ দিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। উত্ত্যক্তে ঘটনাটি হিয়া তার পরিবারকে জানানোর পর স্থানীয় মেম্বারসহ পরিবারের সদস্যরা বখাটের পরিবারকে নিষেধ করে। এর জের ধরে বখাটে ইয়াবা শামীম তার পিতা শাহজাহান,বন্ধু লিমন ও সাইফুল যোগসাজশ করে গত ৬ মার্চ এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে হিয়াকে দেওয়ানবাগ নামক স্থান থেকে অজ্ঞাতনামা সিএনজিযোগে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে হিয়া নিখোঁজ থাকে। এক পর্যায়ে ঘটনার ২দিন পর ৮ মার্চ গোপন সূত্রে খবর পেয়ে পরীক্ষার্থী হিয়ার পরিবারের লোকজন ও এলাকাবাসী অপহরণকারী দলের সদস্য লিমনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে হিয়ার পিতা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে বখাটে শামীম ও তার পিতা এবং বন্ধু লিমন ও সাইফুলকে আসামী করে বন্দর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার নং ১১(৩)২০১৭ইং।
এই বিভাগের আরো খবর