বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

বন্দরে অটোরিক্সা মালিক-শ্রমিক কমিটি মতবিনিময় সভা

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৭   আপডেট: ১৫ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : বন্দরে অটোরিক্সা মালিক ও শ্রমিক কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টায় দড়িসোনাকান্দা এলাকার বালুর মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অটোরিক্সা মালিক সমিতি নেতা আহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দড়িসোনাকান্দা এলাকার সমাজসেবক ফজলু মিয়া,অটোরিক্সা মালিক সমিতির সদস্য আরিফুল হক সুমন,অলীউল্যাহ অলী, মোঃ শাউরি মিয়া, মোঃ জাহাঙ্গীর মিয়া, মোঃ জহির, মেহেদী হাসান,শ্রমিক সমিতির সদস্য মেহেদী হাসান বাবু,ইমাম উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, বাবলু মিয়া, মোঃ রাজিব মিয়া, মোঃ নুর উদ্দিন, ফিরোজ মিয়া, মান্নান মিয়া, ইউসুফ মিয়া, সোহান হোসেন, জামাল মিয়া, মোঃ দুলাল, মোঃ রানা, মোঃ নাসির উদ্দিন, মোঃ আলমগীর মিয়া, মোশারফ মোঃ জসিম মোঃ কবির মোঃ আনোয়ার, মোহরচান, নুরে আলম মোঃ ফিরোজ, হেলাল, ফারুক মিয়া, মোঃ মনির, মানিক, উজ্জল, সিপন প্রমুখ। পরিশেষে অটোরিক্সা মালিক ও শ্রমিক কমিটি গঠনকল্পে বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। বক্তারা বলেন অটোরিক্সা শ্রমিক ও মালিকরা নিতান্তই দরিদ্র শ্রেনীর। অটোরিক্সা বন্ধ হয়ে যাওয়ায় তারা বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের লোন নিয়ে বিপাকে আছে। কেননা কেউ কেউ লোন নিয়ে অটোরিক্সা কিনে সারাদিন চালানোর পর তা দিয়ে সংসার চালাত। বর্তমানে প্রশাসনের নিষেধাজ্ঞায় শ্রমিকরা চরম মানবেতর জীবন-যাপন করছে। কোন কোন শ্রমিক বৃদ্ধাবস্থায়ও অটোরিক্সা চালিয়ে ছেলে সন্তান নিয়ে কোন রকম জীবন যাপন করত। এ অবস্থা চলতে থাকলে শ্রমিকদের নেহাত পথে বসা ছাড়া কোন উপায় থাকবে না। অনেক শ্রমিক বেকার হয়ে গেছে। আর এই যানমাধ্যম বন্ধ হলে সাধারন যাত্রীদেরর চরম দূর্ভোগ হবে। বক্তারা আরো বলেন বন্দরে রোডম্যাপ অনুযায়ী নির্দিষ্ট নিয়মের মধ্যে অটোরিক্সা চলাচলের সুযোগ করে দিলে দরিদ্র শ্রেনীর এই শ্রমিকরা রেহাই পাবে। অটোরিক্সা মালিক ও শ্রমিক কমিটি গঠনকল্পে শ্রমআইন অনুসরন করে গঠনতন্ত্র মুলক মালিক-শ্রমিক দুটি কমিটি করে অটোরিক্সা চলাচল করলে যেমন সুফল বয়ে আনবে যাত্রীদের তেমনি দরিদ্র শ্রমিকরাও সারাদিন পরিশ্রম করে ছেলে সন্তান নিয়ে সঠিক জীবন-যাপন করতে পারবে। বন্দরে অটোরিক্সা বন্ধে আইন-শৃঙ্খলা মিটিংয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মুকুল শ্রমিকদের উদ্দেশ্যে সুষ্ঠো সমাধান মুলক বক্তব্যে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকারকে ধন্যবাদ জানাই তিনি সত্যিকার অর্থেই একজন শ্রমিক-বান্ধব জনপ্রতিনিধি। শ্রমিকদের কোন বিপদ হলে তিনি কখনো ঘরে বসে থাকেন না। তিনি সর্বদাই শ্রমিকদের পাশে থেকে সমস্যা নিরসনের চেষ্টা করেন। আর মিডিয়া কর্মীদের ধন্যবাদ জানাই তারা দরিদ্র শ্রেনীর শ্রমিকদের স্বার্থে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করেছে এবং পূর্ণবাসন ছাড়া এ হটকারী সিদ্ধান্তের নিন্দাজ্ঞাপন করেছেন।
এই বিভাগের আরো খবর