মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

সোনারগাঁয়ে ডালিয়া লিয়াকতের বিচক্ষনতায় সুসংগঠিত হচ্ছে জাতীয় মহিলা পার্টি

প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৭   আপডেট: ১২ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সোনারগাঁ) : সোনারগাঁয়ের সাংসদ ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার সহধর্মীনি ডালিয়া লিয়াকতের বিচক্ষনতায় সম্প্রতি অত্র উপজেলার নারীদের মাঝে জাতীয় মহিলা পার্টির প্রতি প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে। ‘মানুষের প্রতি ডালিয়া লিয়াকতের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও তাৎক্ষনিকভাবে অসহায়ের পাশে দাঁড়ানোর গুনাবলী’ এর কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার তিনি উপজেলার কাঁচপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মতবিনিময় সভার মাধ্যমে করুনা বেগমকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। এ সময় স্থানীয় বিপুল সংখ্যক নারী উপস্থিত থেকে ডালিয়া লিয়াকতের সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক সুখ-দুঃখের বিষয় নিয়ে মতবিনিময় করেন। জানা যায়, স্বামী লিয়াকত হোসেন খোকা এমপি’র নির্দেশে সোনারগাঁয়ে জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় মহিলা পার্টিকে সুসংগঠিত করতে গত ৩০ মার্চ থেকে কাজ শুরু করেন ডালিয়া লিয়াকত। এরপর থেকে প্রত্যহ তিনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে নারীদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক কমিটি গঠন করছেন। মানুষের প্রতি আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও তাৎক্ষনিকভাবে অসহায়ের পাশে দাঁড়ানোর গুনাবলীর কারণে তিনি অল্প সময়েই নারীদের মাঝে আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। যার ফলশ্রুতিতে নারীরা স্বতঃস্ফুর্তভাবে জাতীয় মহিলা পার্টিতে যোগ দিচ্ছে। এসব মতবিনিময় সভায় ডালিয়া লিয়াকতের সঙ্গে উপস্থিত থাকেন- সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, বাংলাদেশ মানবাধিকার সংস্থার সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান জাহানারা আক্তার, বিশিষ্ট নারী নেত্রী মাহমুদা ইসলাম ফেন্সী, উপজেলা যুব সংহতি নেতা কাজী নাজমুল ইসলাম লিটু প্রমুখ। এইচ/এস
এই বিভাগের আরো খবর