শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

স্থায়ী সংস্কারের অভাবে পরিত্যক্ত খানপুরের বিআরটিসি বাস ডিপো সড়ক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৭   আপডেট: ১২ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : নারায়ণগঞ্জ বিআরটিসি বাস ডিপো থেকে বের হলে চোখে পড়ে এক বিস্তির্ণ অঞ্চল। ময়লা আবর্জনা ও ঝোপঝাড়ে পূর্ণ এই এলাকা মূলত দুই লেন ও পুটপাথ সংবলিত একটি প্রশস্ত রাস্তা। কিন্তু বর্তমানে এ রাস্তাটি এখন পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। রাস্তাটিতে সংস্কার ক্জ চললেও তা চলছে ঠিলেমিতে। হঠাৎ কেউ এখানে আসলে সংস্কার কাজের কোন ছোঁয়া অনুভব করতে পারবেনা। এ মধ্যেই জনসাধারনের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল এ রাস্তাটি। ফলে জনদূর্ভোগ বাড়ছে এ কথা বলাই বাহুল্য। কিছুদুর এগুলেই নারায়ণগঞ্জ বার একাডেমী স্কুল। স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা চলাচলের জন্য এ রাস্তাটি ব্যাবহার করে থাকে। এলাকার ভেতরের রাস্তা এবং বাস ডিপোর পাশে হওয়ায় প্রায় সময় রাস্তাটি নিরিবিলি থাকে। ফলে এই সুযোগে ছিন্তাই ও মাদক পাচারের মত অপরাধ সংগঠিত হয়। এছাড়া সন্ধ্যার পর আলোর পর্যাপ্ততা না থাকায় নানান অপরাধ কর্মকান্ড অহরহ ঘটে বলে অভিযোগ যানিয়েছে এলাকাবাসি। চা বিক্রেতা দুলাল জানায়, এই রাস্তাডা ঠিক ঠাক করলে আমাগো জন্যে ভালো কিন্তু যে কেছড়া পোলাপাইনডি দেহি এদিকে বইসা গাঁজা টাজা খায় ওগো জন্যে ভালো হইবো না। এই হেদিনও দেখলাম এক মহিলা দুপুরের দিকে  এই দিক দিয়া যাইতেছিল এক পোলা তার হাত থিকা মোবাইল ছিনতাই কইরা পলাইলো । এলাকাবাসির দাবি এই রাস্তাটি বার বার বন্ধ না করে সর্বসাধারনের ব্যাবহারের জন্য উন্মুক্ত করে দেয়ার। এর আগে জনগনের ভোগান্তি কমানোর জন্য স্থায়ীভাবে সংস্কার করা। এ ব্যাপারে ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, রাস্তাটির সংস্কার কাজ চলছে এবং শিঘ্রই জনসাধারনের জন্য উন্মুক্ত করা হবে। দীর্ঘদিন যাবৎ সিটি কর্পোরেশনের অপেক্ষায় থেকে এখন এলাকাবাসির নিজ উদ্দ্যোগে রাস্তার সংস্কার শুরু করা হয়েছে। কিছু দিনের মধ্যেই রাস্তাটি সর্বসাধারনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। আলোক সল্পতা ও নিরাপত্তার ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, এখন ব্যবহারের অনুপযোগী হওয়ায় রাস্তাটি জনমানব শুন্য থাকে। এই সুযোগে কিছু অনয়িম চলে। তবে অতি শিঘ্রই রাস্তাটিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। হিয়া/এস/এস
এই বিভাগের আরো খবর