শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

জুমার পদত্যাগ দাবি

প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৭   আপডেট: ৪ এপ্রিল ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রভাবশীল শ্রমিক ইউনিয়ন ফেডারেশন ‘কোসাতু’ প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে আহ্বান জানিয়েছে।শ্রমিক ফেডারেশনের সাধারণ সচিব ভেকি নৎশালিনৎশালি বলেন, ‘জুমা দেশ পরিচালনার জন্য যোগ্য ব্যক্তি নন।’ সম্প্রতি মন্ত্রিসভা বড় ধরনের রদবদল করার কারণে জুমা চাপের মুখে পড়েন। এ সময় অর্থমন্ত্রী প্রবীণ গোর্ধানকে বরখাস্ত করা হয়। এতে আন্তর্জাতিক শেয়ারবাজারে দক্ষিণ আফ্রিকার মুদ্রার বিনিময় হার কমে তলানিতে এসে ঠেকে। ফলে দেশটির সমস্যা-জর্জরিত অর্থনীতিতে নতুন সংকট সৃষ্টি হয়।১৮ লাখ সদস্যবিশিষ্ট কোসাতু বর্তমান সরকারি জোটের গুরুত্বপূর্ণ অংশ।গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গোর্ধানের বরখাস্ত করাকে সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন। প্রাক্তন প্রেসিডেন্ট কগলামে মোৎলান্থেও প্রকাশ্যে জুমার সমালোচনা করেছেন। তথ্যসূত্র : বিবিসি অনলাইন।
এই বিভাগের আরো খবর