শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

১৩নং ওয়ার্ডে ওয়াকওয়ে ও ড্রেন নির্মাণ: মেয়র আইভীর আশ্বাস

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৭   আপডেট: ১৬ মার্চ ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডে বন্ধ হয়ে যাওয়া ওয়াকওয়ে ও ড্রেন নির্মাণ কাজে সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় তিনি ব্যক্তি মালিকানাধীন জায়গা সংক্রান্ত বিরোধ দ্রæত নিষ্পত্তি করে কাজ শুরু করার আশ্বাস দেন। গতকাল বুধবার সকাল ১০টায় আল্লামা ইকবাল রোডের গলাকাটা পুকুরের চারদিকের সিটি করপোরেশনের উদ্যোগে নির্মাণাধীন ওয়াকওয়ে ও ড্রেনের কাজ পরিদর্শন করে তিনি এই আশ্বাস দেন। একই সঙ্গে তিনি ১৩ ওয়ার্ডের বাসিন্দাদের জন্য ভ্রমন পিপাসু ও মনোরম পরিবেশ হিসেবে গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘আল্লামা ইকবাল রোডের গলাকাটা পুকুর পাড়ে দুই পক্ষের জমি সংক্রান্ত বিরোধের কারণে সিটি করপোরেশনের রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা নিরসনে মেয়র সকালে পরিদর্শন করেন। এসময় উভয়পক্ষকে তাদের জমির দলিল নিয়ে সিটি করপোরেশনের যোগাযোগ করার নির্দেশ দেন। প্রয়োজনে সিটি করপোরেশনের কর্মকর্তাদের দিয়ে জমি মাপে দুইজনকে বুঝেয়ে দেওয়ার আশ্বাস দেন। এজন্য নগরবাসীর সমস্যা সৃষ্টি না করার জন্য আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান চলাচল (যাত্রী পরিবহন) সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল, আল জয়নাল, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ইলিয়াস খান সহ এলাবাসী।
এই বিভাগের আরো খবর