শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

র‌্যাব ১১’র অভিযানে যাত্রীবাহী বাস থেকে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ১৩ মার্চ ২০১৭   আপডেট: ১৩ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সিদ্ধিরগঞ্জ) : সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১ বাহিনীর অভিযানে যাত্রীবাহী বিলাস বহুল হানিফ পরিবহনের ভলভো এসি বাস থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেসহ মাদক পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুর ২টা থেকে পৌনে ৫টা পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার মো: শাকিল আহমেদ এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আলেপ উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার মিয়ার বাজারস্থ জগমোহনপুর এলাকার টাইম স্কয়ার রেষ্টুরেন্টের পার্কিংয়ে অপেক্ষমান একটি সাদা-কালো হানিফ ভলভো এসি বাসে (ঢাকা মেট্টো-ব-১৫-০৩৬৯) অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য উদ্ধার করে ঐ চালকসহ ৩জনকে গ্রেফতার করেন। একই দিন বিকালে র‌্যাব-১১ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তাররা হলো মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভাটেরচর এলাকার মৃত মোজাফ্ফর আলীর ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ (৫০), চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহবাজপুর এলাকার আজাহার আলীর ছেলে এবং বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর থানার আমিন আবাসিক এলাকার বাদলের বাড়ীর ভাড়াটিয়া নাসির চৌধুরী (৩৮) ও ঝালকাঠি জেলার নলসিটি থানার দপদপিয়া এলাকার আলাউদ্দিনের ছেলে এবং নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার আনুর বাড়ীর ভাড়াটিয়া মো: সুমন (২৪)। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, হানিফ পরিবহনের একটি বাসে বড় ধরনের একটি মাদকের চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার মিয়ার বাজার অভিযান চালানো হয়। এসময় বাসের বাম পার্শ্বের একটি সিটের উপরে লাইটিং বক্স এর ভিতর কাপড়ের শপিং ব্যাগে রক্ষিত ৮০টি নীল রঙের এয়ার টাইট পলিপ্যাকের মধ্য হতে ১৬ হাজার পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট এবং অপর একটি সিটের উপরে লাইটিং বক্স এর ভিতর একটি কাপড়ের শপিং ব্যাগের মধ্য হতে ৪ হাজার পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ২০ হাজার পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ২০ হাজার পিস ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা। র‌্যাব-১১ আরো জানায়, জিজ্ঞাসাবাদে ধৃত বাসটির চালক মোঃ আব্দুল হামিদ এবং অপর দুই আসামী নাসির চৌধুরী ও মোঃ সুমন মাদক ব্যবসায়ী বলে জানায়। তারা অভিনব কায়দায় ও সুকৌশলে ইয়াবা ট্যাবলেট বাসের লাইটিং বক্সের ভেতর রাখে যা বাইরে থেকে সহজে দৃষ্টিগোচর বা বোঝা যায় না। তারা দীর্ঘদিন যাবৎ হানিফ পরিবহনের সুনাম ও খ্যাতি ব্যবহার করে অবৈধ মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে স্থানান্তর এবং ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানা যায়। এ ছাড়াও তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের টেকনাফ হতে অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে বলেও স্বীকার করে। আরো মাদক উদ্ধারসহ এ চক্রের অন্যান্য সকল সদস্যকে আইনের আওতায় এনে তাদের সকল অপরাধ কর্মকান্ডের বিস্তারিত তথ্য উদঘাটনের সর্বাত্মক প্রচেস্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম  থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিভাগের আরো খবর