
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের (২০২২) ১৬ জানুয়ারি। এখন চলছে মনোনয়ন পত্র বিতরণ ও জমা দেয়ার প্রক্রিয়া, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ যাবৎ মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৯ জন। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ১৯২জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এছাড়া কাউন্সিলর পদে ১৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। রবিবার (১২ ডিসেম্বর) এবারের নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এই দিন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন। কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সেলিম মাহমুদ হেনা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. বিল্লাল হোসেন। কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এ.আর ফররুখ আহমাদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহীন মিয়া, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আশরাফুল ইসলাম অপু, খন্দকার আমজাদ হোসেন এবং ২২,২৩ ও ২৪নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার ডলি। ,উল্লেখ্য, আগামী নতুন বছরের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সিটিতে ভোট হবে শতভাগ ইভিএমে। ঘোষিত তফশিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ ডিসেম্বর পর্যন্ত। ২০ ডিসেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন চালুর পর এটি দ্বিতীয় নির্বাচন হতে যাচ্ছে।