শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সিরিয়া নিয়ে রুশ-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৭   আপডেট: ৯ এপ্রিল ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার বিমানঘাঁটিতে ক্রুজ মিসাইল হামলার পর দেশটির পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ল্যাভরভকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে, এমন একটি দেশের ওপর হামলায় সন্ত্রাসীদের খেলার পুতুলে পরিণত হবে দেশটি এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি হুমকির মুখে পড়বে। রয়টার্স অনলাইনের এক খবরে বোরবার এ তথ্য জানানো হয়েছে। টিলারসনকে ল্যাভরভ বলেছেন, ৪ এপ্রিল সিরিয়ার ইদলিবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী রাসায়নিক হামলা চালিয়েছে, এর কোনো অকাট্য ভিত্তি নেই।বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়া ইস্যুতে ল্যাভরভ ও টিলারসন ব্যক্তিগতভাবে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন। আগামী সপ্তাহে রাশিয়া সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন। সিরিয়া ইস্যুতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হবে।তবে সিরিয়ায় রাসায়নিক হামলার পর মস্কো সফর বাতিল করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। তার এ সিদ্ধান্তের নিন্দা করেছে রাশিয়া। সিরিয়ায় বিষাক্ত গ্যাস হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফ্যালন।উল্লেখ্য, মঙ্গলবার সিরিয়ায় রাসায়নিক হামলায় ৮৯ জনের মৃত্যু হয়েছে। এর জন্য সরকার ও বিদ্রোহীরা পরস্পরকে দায়ী করছে। একই সুরে কথা বলছে দুই পক্ষের সমর্থকরাও। যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা মিত্ররা বিদ্রোহীদের পক্ষ নিয়ে এ হামলার জন্য সিরীয় প্রেসিডেন্ট বাশারকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেছে। অন্যদিকে, রাশিয়া ও ইরান বাশারের পক্ষ নিয়েছে।
এই বিভাগের আরো খবর