বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

আসামীদের দোষী সাব্যস্ত করে আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ৫ মে ২০১৭

আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজারের আলোচিত চার খুন মামলায় আসামীদের দোষী সাব্যস্ত করে আদালতে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক শেষ করেছেন। একইদিন চার আসামীকে নির্দোষ দাবী করে আইনজীবীরা যুক্তিতর্ক তুলে ধরেন। এমামলায় মোট ২৮জন আসামী। ২২ ফেব্রুয়ারী বুধবার বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহারের আদালতে যুক্তিকর্ত উপস্থাপন করা হয়। আদালত আগামী সপ্তাহে ফের বাকি আসামীদের পক্ষে যুক্তিকর্ত উপস্থাপনের জন্য সময় নির্ধারন করেছেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, আগামী সপ্তাহে ফের যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে তবে তারিখটি এখনো নির্ধারন করা হয়নি। বৃহস্পতিবার বাদী-বিবাদীদের তারিখ জানিয়ে দেয়া হবে। তিনি জানান, ২০০২ সালের ১২ মার্চ বর্তমান আড়াইহাজার থানা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই বারেক, ফুফাতো ভাই বাদল, আওয়ামী লীগের কর্মী ফারুক ও কবীরকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতনের পর আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করে তৎকালীন গোপালদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার কাশু ও তার লোকজন। এঘটনায় ২৮জনকে পুলিশ অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। এদের মধ্যে প্রথম থেকেই ৪জন পলাতক রয়েছে। জানাযায়, এ হত্যাকান্ডের পর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রভাবশালী আবুল বাশার কাশু বিএনপির নেতা-কর্মী নিয়ে ২০১৪ সালের ২১ অক্টোবর ফুলের তোড়া দিয়ে স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বাবুকে সোনার তৈরি নৌকার কোটপিন পড়িয়ে আওয়ামী লীগে যোগ দেন।
এই বিভাগের আরো খবর