মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

সোনারগাঁয়ে মেঘনা নদীতে আরও ৫ মরদেহ, নিহতের সংখ্যা বেড়ে ১৬

প্রকাশিত: ২ এপ্রিল ২০১৭   আপডেট: ২ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা২৪ ডটকম  (সোনার গাঁ) : সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরো ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোবাবার সকাল থেকে ডুবুরিরা মরদেহ উদ্ধারের কাজ করছিল। দুপুরে নদীতে ওই ৫ জনের মরদেহ ভাসতে দেখে সেগুলো উদ্ধার করে। নিহতরা হলেন- বাবুল হোসেন (৪৫), কামাল হাওলাদার (২২), ইসমাঈল হোসেন (২৩), ফারুক মিয়া (৪০) ও দেবদাস (৩০)। তারা রাজধানীর রামপুরা এলাকার বাসিন্দা ছিল। এ পর্যন্ত এ ঘটনায় শিশুসহ ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নদী থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা নিহতদের সনাক্ত করলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় এ ট্রলার ডুবির ঘটনার রাত থেকে শনিবার পর্যন্ত সাত্তার মিয়া (৪০), জোহরা বেগম (৭০), কাঞ্চন বেগম (৬৮), লামিয়া আক্তার (১২), রুবিনা (৩০), সাফিয়া (৪৫), জানু আক্তার (৩৫), জয়বুুন্নেছা (৬০), শান্তা আক্তার (৩২), বানু আক্তার (৪৫) ও শিল্পী বেগম (৩৪) নামে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। সোনারাগাঁও থানা পুলিশের উপপরিদশর্শক (এসআই) মাকসুদুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
এই বিভাগের আরো খবর