শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান আরব লীগের

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৭   আপডেট: ৩০ মার্চ ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পূর্ব জেরুজালেমকে রাজধানী রেখে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে আরব রাষ্ট্রগুলোর শীর্ষ ফোরাম আরব লীগ। সেই সঙ্গে স্থবির হয়ে পড়া ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা আবারো শুরুর আহ্বান জানিয়েছেন আরব নেতারা।জর্ডানে অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলন শেষে বুধবার এক চূড়ান্ত ঘোষণায় তারা এ আহ্বান জানিয়েছেন।সম্মেলনের আয়োজক দেশ জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ বলেছেন, ইসরায়েলের পাশেই ফিলিস্তিন রাষ্ট্র আরব-ইসরায়েল শান্তি চুক্তির আলোকেই হতে হবে।তিনি বলেন, ‘ইসরায়েল বসতি নির্মাণ অব্যাহত রেখেছে এবং শান্তিপ্রক্রিয়া ভেঙ্গে পড়ছে। এই অঞ্চলে কোনো শান্তি বা স্থিতিশীলতা দুই রাষ্ট্র সমাধান ছাড়া সম্ভব নয়।’ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ২০০৯ সাল থেকে ইসরায়েল সরকার বসতি নির্মাণ জোরদার ও জমি দখলের মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধান প্রক্রিয়া বিনষ্ট করছে।’সম্মেলনে আরব নেতারা ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে তা জেরুজালেমে স্থাপন না করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর