বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ১৫

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৭   আপডেট: ৩০ মার্চ ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে পুলিশের একটি তল্লাশিচৌকিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।রাজধানীর দক্ষিণাংশে বিস্ফোরকভর্তি তেলবাহী গাড়িটির বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। এতে নিহতের পাশাপাশি ৪০ জনের মতো লোক আহত হয়েছে।বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। বাগদাদে সাম্প্রতিক সময়ে এ ধরনের হামলার দায় স্বীকার করে আসছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।ইরাকের মসুল শহর থেকে আইএস হটাতে ব্যাপক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরাকি বাহিনী। শহরাঞ্চলে মসুলই ইরাকে আইএসের সবশেষ শক্তিশালী ঘাঁটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান হামলার সহায়তায় মসুলের বিশাল অংশ দখল করেছে ইরাকি বাহিনী।মসুল দখলের লড়াইয়ের ফাঁদে পড়েছে বহু বেসামরিক মানুষ। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বেশ কয়েকজন নিরীহ মানুষ মারা গেছে বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে। এ বিষয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। তবে ইরাকের প্রধানমন্ত্রী দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক লোক নিহত হয়নি।এদিকে, মসুল দখলে রাখার জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে জঙ্গিরা। ২০১৪ সালে এ শহর দখল করে নেয় আইএস।
এই বিভাগের আরো খবর