মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১

বন্দরে ইটভাটা উচ্ছেদের জন্য বিভিন্ন দপ্তরে এলাকাবাসীর আবেদন

প্রকাশিত: ২৯ মার্চ ২০১৭   আপডেট: ২৯ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অভ্যন্তরে বন্দরের লক্ষনখোলা এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা এইচ.বি.এম ব্রিকফ্লিড উচ্ছেদের জন্য বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে ২৫নং ওয়ার্ডবাসী। তাদের অভিযোগ, পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক সিটি কর্পোরেশনের অভ্যন্তরে ইটভাটা থাকবে না এই মর্মে অধ্যাদেশ জারি হলেও অদৃশ্য বলে এইচ.বি.এম ব্রিকফ্লিডের কতিপয় মালিক হাবিব উল্ল্যাহ বন্দরের ২৫নং ওয়ার্ডের লক্ষনখোলা এলাকায় বীরদর্পে ইটভাটাটি পরিচালনা করে আসছে। দিন যতই অতিবাহিত হচ্ছে ইটভাটা মালিকের অনৈতিক র্কমকান্ডের প্রতি ফুঁসে উঠতে শুরু করেছে ২৫নং ওয়ার্ডবাসী। তারা আরো জানিয়েছে, এইচ.বি.এম. ইটভাটার মালিক হাবিব উল্ল্যাহ মিয়ার সেচ্ছাচারিতার জন্য লক্ষন খোলা এলাকার অনেক কৃষি জমি অসময়ে ধ্বংশ হয়ে গেছে। তার ইটভাটার র্নিগত ধোয়ার কারনে কৃষি ফসলাদি জমি, গাছপালার ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। এ ছাড়াও এ ওয়ার্ডে বসবাসরত শিশু থেকে শুরু করে অনেক নিরিহ লোক নানা রোগে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ২৫ নং ওয়ার্ডবাসী এইচ.বি.এম. ইটভাটাটি উচ্ছেদের জন্য জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন, বন্দর উপজেলা র্নিবাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালকের বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান হাবিব ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ এর ধারা ৮(১)(খ) অনুযায়ী সিটি কর্পোরেশন আওতাধীন এলাকায় কোন ইটভাটা স্থাপন করার বিধান নেই এই মর্মে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে অবহিত করেছেন বলে জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর