বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

আনোয়ার হোসেনের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ প্রত্যাহার

প্রকাশিত: ২৯ মার্চ ২০১৭   আপডেট: ২৯ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নিরাপত্তায় দেওয়া পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পুলিশ সুপারের নির্দেশেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকেই পুলিশ আনোয়ার হোসেনের নিরাপত্তায় নিয়োজিত ছিল। তবে এতদিন নিরাপত্তায় পুলিশ সদস্যরা থাকলেও বুধবার থেকে আনোয়ার হোসেনের নিরাপত্তায় পুলিশ সদস্যরা আর নেই, তাদেরকে পুলিশ সুপারের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। গত ২৩ জানুয়ারি ব্যাপক শো-ডাউন করে জেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন আনোয়ার হোসেন। গত বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। এ ব্যাপারে আনোয়ার হোসেন বলেন, তারাই নিরাপত্তা দিয়েছে আবার তারাই প্রত্যাহার করে নিয়েছে। এ ব্যাপারে আসলে আমার বলার তেমন কিছু নেই। তবে যদি নিয়ম থাকে সে অনুযায়ী নিরাপত্তার আবেদন করা হবে। সম্প্রতি ২১ মার্চ জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে পুলিশের আইজিপি শহিদুল হকের সামনে বক্তব্য দিতে গেলে তিনি সেখানে পুলিশের দুর্নীতি ও কিছু অপরাধ কর্মকান্ড তুলে ধরেন, ধারনা করা হচ্ছে এ কারণেই পুলিশের পক্ষ থেকে তার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেশের বিভিন্ন জেলায় একের পর এক জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যাচ্ছে। তাছাড়া র‌্যাব-পুলিশের চেক পোস্টে জঙ্গিরা আত্মঘাতী হামলা চালাচ্ছে। এরকম একটি অবস্থায় জেলা পরিষদের চেয়ারম্যানের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেওয়াটা কোন ভাবেই সমীচিন হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফারুক হোসেন বলেন, তিনি সাভারে একটি প্রশিক্ষণে রয়েছেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোখলেসুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোখলেসুর রহমানের টেলিফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন রিসিভ না করায় তার বক্তব্যও নেওয়া সম্ভব হয়নি।
এই বিভাগের আরো খবর