মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

‘যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার ভূমিকা যুদ্ধের শামিল’

প্রকাশিত: ২৮ মার্চ ২০১৭   আপডেট: ২৮ মার্চ ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওপর বড় ধরনের হামলার আশঙ্কা করছেন দেশটির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ওপর পরবর্তীতে বিমানের মাধ্যমে কোনো সন্ত্রাসী হামলা হবে না। সেটি হবে আরও মারাত্মক কিছুর মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই সবচেয়ে ভয়ানক হুমকি। তিনি আরো বলেন, ‘বিশ্বায়ন তথা প্রকৃতপক্ষে বিশ্ব নিজেই হুমকির মুখে আছে।’ জর্জ ডব্লিউ বুশের ভাইস প্রেসিডেন্ট এবং মতান্তরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম প্রভাবশালী নেতা চেনি। বিশ্বপরিমণ্ডলে এই সাংঘর্ষিক পরিস্থিতিতে যুত্তরাষ্ট্র যে নিরাপত্তা ঝুঁকিতে ভুগছে, তা নিয়ে তিনি একটি পর্যালোচনা তুলে ধরেছেন। ইটি গ্লোবাল বিজনেস সম্মেলনে চেনি বলেন, আমার উদ্বেগের বিষয় হলো, বিশ্বাবায়নের জন্য হুমকি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গেও সংশ্লিষ্ট। ‘আমি উদ্বিগ্ন এই কারণে যে, আমরা এমন একটি সময়ে আছি যখন বিশ্বায়ন, বাণিজ্য, স্নায়ুযুদ্ধ ও যুক্তরাষ্ট্রের একাধিপত্য বৃদ্ধির প্রবণতা ও তার উন্নয়ন শেষ হয়ে গেছে।’ যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়া বড় হুমকি জানিয়ে চেনি বলেন, ‘খুব বেশি আগের কথা নয় যখন পুতিন বাল্টিক অঞ্চল নিয়ে ছক আঁকছিলেন। ইউক্রেন নিয়ে আকাঙ্ক্ষা পূরণ করেছেন এবং ন্যাটোকে দমাতে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন। পুতিন সম্পর্কে তিনি বলেন, ‘তিনি (পুতিন) সিরিয়া ও ইরানে অভিনব কায়দায় ঘুরে দাঁড়িয়েছেন।’তিনি আরো বলেন, পুতিন তার সামর্থ সাইবার জগতে ব্যবহার করেছেন এবং যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেছেন। যা অনেকটা যুদ্ধের সমতুল্য। ‘ক্রমবর্ধমান ভূমকি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের দুর্বৃত্ত গোষ্ঠীর সঙ্গে মিলে প্রায় নিখুঁত একটি পারমাণবিক ঝড় তোলার নঁকশা করেছেন পুতিন। অন্যদিকে, একই সময়ে যুক্তরাষ্ট্রের বাহিনীকে তিনি দুর্বলতম বলছেন। যারা কি না ওবামার আমলের আট বছরের বাজেট ঘাটতিতে রয়েছে।’তিনি বর্ণনা করেন, কীভাবে ২০০৭ সালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান মীর দাগান তাকে সিরিয়ার আল-কিবারের পারমাণবিক স্থাপনা দেখিয়েছিলেন। তখন উত্তর কোরিয়া ও ইরানের (সিরিয়া-ইরান মিত্রতা) দ্বন্দ্ব ছিল সুস্পষ্ট। ইসরায়েলিরা ওই স্থাপনাটি বোমা বর্ষণ করে ধ্বংস করে দেয়। এটি ছিল সিরিয়ার রাকার কাছাকাছি। যা বর্তমানে ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি। যদি সেই পারমাণবিক চুল্লিটি এখনো থাকত, তাহলে আইএস সন্ত্রাসবাদীরা ভয়ংকর কিছু নিয়ে মাঠে নামত। চেনি বলেন, ‘সাদ্দাম হোসেনের পতনের পরদিন থেকেই উত্তর কোরিয়া বর্তমানে ইরানের সঙ্গে বৈদ্যুতিক শক্তিসম্পন্ন মারণাস্ত্র ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছেন।’ চেনি বলেছেন, ‘লিবিয়ার গাদ্দাফি সব পারমাণবিক অস্ত্র ও নঁকশা যুক্তরাষ্ট্রের হাতে সমর্পণ করেছিলেন।’ এরপর ইসলামিক গোষ্ঠীর মাধ্যমে গাদ্দাফি ক্ষমতাচ্যুত হয়। লিবিয়া সম্পর্কে তিনি বলেন, ‘গাদ্দাফির সেই মারণাস্ত্র আজকে তার হাত হয়ে ইসলামি গ্রুপগুলোর হাতে চলে যেত।’ চেনি বলেন, প্রধানত সুন্নি আল-কায়েদারা ইরানের শিয়াদের সঙ্গে হাত মেলায়। এর উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘এই বিষয়টি ওঠে আসে ২০১০ সালে পাকিস্তানে ওসামা বিন লাদেনের ভবন থেকে যুক্তরাষ্ট্রের পাওয়া নথিতে।’তিনি চীন সম্পর্কে বলেন, ‘চীন এশিয়ার জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ চীন সাগরকে বেইজিং নিজের সার্বভৌম জলসীমা বলে দাবি করছে।’ কোথা থেকে বিশ্বায়ন হুমকির মুখে পড়েছে- এমন প্রশ্নের উত্তরে চেনি বলেন, ‘সম্ভবত, বিশেষ করে ব্রেক্সিট ও ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই।’ট্রাম্পের নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমেরিকার রাজনীতির ইতিহাসে কেউ কখনো এমন ক্ষমতার রাজনীতি দেখেনি।এটিও একটি কারণ, যা যুক্তরাষ্ট্রে একটি উপলব্ধি সৃষ্টি করেছে যে, বিশ্ব অর্থনীতি বা ব্যবসা পদ্ধতি তাদের পরিবর্তন ঘটিয়েছে। ‘ট্রাম্প মনে করেন, চীনের সঙ্গে কখনোই যুক্তরাষ্ট্র সমঝোতার ব্যাপারে ভালো কাজ করেনি।’ এ বিষয়ে ডিক চেনি রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে সমর্থণ করেন। যদিও তিনি ট্রাম্পের ক্যাম্পেইনের সঙ্গে ছিলেন না। আমরা যেভাবে এগোচ্ছি সমানে আমদের বিশ্বায়ন নিয়ে উদ্বিগ্ন হওয়ার বোধ হবে। ‘কারণ রাজনৈতিক ও জাতীয় নিরাপত্তা পরিস্থিতি হচ্ছে স্বতন্ত্র।’ তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
এই বিভাগের আরো খবর