মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

ট্রাম্পের ভালো-মন্দ নিয়ে জেব বুশের সাক্ষাৎকার

প্রকাশিত: ২৮ মার্চ ২০১৭   আপডেট: ২৮ মার্চ ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম ১০০ দিনে প্রমাণবিহীন অভিযোগগুলো দৃষ্টির বাইরেই রয়েছে গেছে বলে মন্তব্য করেছেন জেব বুশ। ট্রাম্পের বিষয়ে তিনি বলেন, ‘অভিযোগুলো অসত্য। এসব কথা বলা থেকে ট্রাম্পকে থামানো উচিত।’ মায়ামির একটি টিভি সাক্ষাৎকারে রোববার জেব বুশ এ কথা বলেন। তিনি বলেন ‘ট্রাম্পকে অনেকগুলো কাজ করতে হবে। এর মধ্যে একটি হলো সব কর্মচারীর ফোনে আড়িপাতার অভিযোগ প্রমাণ করা। কিন্তু তিনি তা করতে পারছেন না।’উল্লেখ্য, জেব বুশ ২০১৬ সালে রিপাবলিকান প্রাইমারিতে হেরে গিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে ছিটকে পড়েন। তবে তিনি ট্রাম্পকে সমর্থন দেননি। আশ্চর্যজনক হলেও ট্রাম্পই প্রেসিডেন্ট হয়েছেন। ট্র্রাম্পের সম্পূর্ণ নির্বাচনী প্রচারণায় বুশ ছিলেন তার কট্টর সমালোচক। অন্যদিকে, ট্রাম্পও ফ্লোরিডার এই সাবেক গভর্নরকে ছেড়ে কথা বলেননি। জেব বুশ বলেন, ‘প্রেসিডেন্ট আসলেই ভালো কিছু কাজের লোক পেয়েছেন। যেমন শিক্ষামন্ত্রী বেস্টি ডেভস, স্বরাষ্ট্রমন্ত্রী জন কেলি, প্রতিরক্ষামন্ত্রী জেমস মাট্টিস, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জজ নেইল গর্সাচ।’ জেব তাদের ব্যাপারে বলেন, ‘এরা সবাই প্রথম শ্রেণির মানুষ।’ ‘ট্রাম্প দৃঢ়তার সঙ্গে কিছু ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন। বিশেষ করে নিয়ন্ত্রণের দিকগুলোতে।’ তিনি আরও বলেন, ‘তবে তিনি টুইটের দিকে মনোযোগ দিয়ে নিজের এজেন্ডাগুলো কোনঠাসা করে ফেলেছেন। যা জনগণের কাছে কঠিন কাজগুলোকে আড়াল করেছে।’জেবের মতে, ‘সরকারের বিভিন্ন পদে যাদের বেছে নিয়েছেন, তাদের তিনি কমান্ডার রূপে আবির্ভূত করাতে পারেননি। তিনি অন্যান্য প্রেসিডেন্টদের মতো এ পদে না বাসায় এ সমস্যায় পড়েছেন।’তিনি আরো যুক্ত করেন, ‘আমাদের দেশ একটি সন্ধীক্ষণে রয়েছে। আমাদের সংযমী ও দৃঢ় নেতৃত্বের প্রয়োজন। এটি প্রেসিডেন্টের জন্য সুবর্ণ সুযোগ।’যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ড জানায়, ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পর স্থানীয় কোনো টিভিকে দেওয়া এটিই জেব বুশের প্রথম দীর্ঘ সাক্ষাৎকার। ট্রাম্পের কাছে পরাজয়ের বিষয়টিও সাক্ষাৎকারে ওঠে আসে। এ প্রসঙ্গে জেব বলেন, ‘ট্রাম্পের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য ছিল।’প্রথম দিকে ভাবা হচ্ছিল, প্রেসিডেন্ট পদে রিপাবরিকান মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে জেব বুশ সামনের সারিতে থাকবেন এবং তহবিল সংগ্রহের ভালো সুযোগ ছিল তার কাছে। তহবিল দাতাদের বিষয়ে তিনি বলেন, ‘এমন একটি কঠিন পরিবেশে মানুষ বিরক্ত হয়। এবং আমি তাদেরকে বোঝাতে পারছিলাম না আরো ভালো পথ রয়েছে।’ জেফ আরও বলেন, ‘২০১৬ সালের নির্বাচনী প্রচারণা ছিল একটি বিধ্বংস্ত অভিযাত্রা, যেখানে বোঝা দরকার ছিল, সংবাদ গেলানো হচ্ছে।’এ প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘মানুষ নিজে তার প্রয়োজন ও মত অনুযায়ী খবরকে সংস্কার করেছিল। এটি ভিন্ন মতবাদীদের জন্য ছিল অসহ্যের কারণ। এটি আমাদের গণতন্ত্রের জন্যও ভয়ংকর।’‘আমার জানা এমন অনেকগুলো ঘটনা আছে। যেখানে মানুষ তাদের একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির জন্য আবেগপ্রবণ হন। যেগুলো বাস্তবে ঠিক নয়, শুধু কয়েকটি ঘটনামাত্র।’‘একজন প্রার্থী হিসেবে আপনি এটি বলতে পছন্দ করবেন না। এই যে আপনি ভুল। এটি একটি বিষয়- সেখানে আপনি মানুষের সঙ্গে জিততে পারবেন না। তবুও সেখানেই আমরা আছি।’
এই বিভাগের আরো খবর