শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ফতুল্লা থেকে গ্রেপ্তারকৃত তিন প্রতারকের বিরুদ্ধে চার্জশীট দাখিল

প্রকাশিত: ২৭ মার্চ ২০১৭   আপডেট: ৫ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : ফতুল্লায় গ্রেপ্তারকৃত ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পরিচয়দানকারী রাজু আহমেদ বাবুল ও তার স্ত্রী পারভীন আক্তার সুমিসহ ৩ প্রতারকের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর চাজর্শীটটি দাখিল করে সিআইডি। এতে ১৭ জনকে সাক্ষী দেখিয়ে ওই তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশীট) আদালতে দাখিল করা হয়। মামলার ধার্যদিনে চার্জশীটটি আদালতে উপস্থাপন করা হবে। কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত বছরের ৮ আগষ্ট নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আযম পরিচয়ে মোবাইলে একটি ভুয়া মৃত্যুর সংবাদ দিয়ে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানের কাছ থেকে বিকাশে ২৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। এঘটনায় দায়ের করা মামলা তদন্তে সময় সম্পৃক্ততা পেয়ে ওই তিন জনকে গ্রেফতার করা হয়েছিলো।
এই বিভাগের আরো খবর