শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

রামনগরে অবৈধ গ্যাসের ছড়াছড়ি

প্রকাশিত: ২৭ মার্চ ২০১৭   আপডেট: ২৭ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : বন্দরের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগের ছাড়াছড়ি। বন্দরের ২৬ নং ওয়ার্ডের রামনগরে মহীদুল ইসলাম দীর্ঘ ৮ বছর যাবত অবৈধ গ্যাস ব্যবহার করে আসছেন। গতকাল তার অবৈধ গ্যাস সংযোগ মেরামত করতে গিয়ে মাটি খুড়াখুড়ি করেন। এ সময় একই এলাকার মনির হোসেন জনস্বার্থে পুলিশ ও সাংবাদিকেদের সংবাদ দেন। পুলিশ ঘটনাস্থলে এসে অবৈধ গ্যাস ব্যবহারকারী শহীদুল ইসলামকে আটক করে ধামগড় ফাঁড়িতে নিয়ে যান। পরে এলাকাবাসীর অনুরোধে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার শর্তে মুক্তিপান। এ ব্যপারে মনির হোসেন জানান, এ এলাকায় অনেকে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করছে। যাদের অবৈধ সংযোগ রয়েছে তারা সরকারি সম্পদ ব্যবহার করলেও সরকারকে এক টাকাও গ্যাস বিল দিচ্ছেনা। এতে করে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। সরকার রাজস্ব বঞ্চিত হওয়া মানে জনগণকে ঠকানো। তাই জনস্বার্থে পুলিশকে সংবাদ দেই। এসকল এলাকার সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলে বৈধ গ্যাস ব্যবহারকারীরা গ্যাসের পূর্ণ চাপ পাবে। সরকারও গ্যাসের লোকসান থেকে রক্ষা পাবে।
এই বিভাগের আরো খবর