বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

বন্দরের তালতলা, মনারবাড়ি এলাকায় চুরি ও ছিনতাই বৃদ্ধি

প্রকাশিত: ২৭ মার্চ ২০১৭   আপডেট: ২৭ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : বন্দরের বণগন, তালতলা ও মনারবাড়ি এলাকায় চুরি ছিনতাইবৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই মদনগঞ্জ-মদনপুর সড়কের তালতলায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইকারীরা অটো রিকশার যাত্রী, ট্রাক থামিয়ে দিয়াশলাই চাওয়ার নামে চালকদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাকারীদের অত্যাচারে মনারবাড়ি এলাকায় ফাঁকা জায়গার বাড়িওয়ালারা বাড়িঘর ফেলে অন্যত্র ভাড়া থাকছে। সম্প্রতি ছিনতাকারীরা মনারবাড়িতে এক কৃষকের গরু চুরি করে নিয়ে আসার সময় কৃষক দেখে ফেলায় ছিনতাকারী ও চোরেরা কৃষকের মেয়েকে তুৃলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এলাকাবাসী জানান, রাত ১০টার পর ছিনতাইকারী চক্র রামনগর এলাকা থেকে মনারবাড়িতে রহিম ভেন্ডার ও মোতালেব মেম্বারের পরিত্যক্ক বাড়িতে অবস্থান নেয় এবং মাদক সেবন করে। গভীর রাত হলেই তারা বেরিয়ে পড়ে চুরি ও ছিনতাই কাজে। রামনগর এলাকার কিছু লোক তাদের বংশ পরমপরা মতে ডাকাতি, ছিনতাই ও চুরি করে আসছে। পুলিশ এলে তারা লুকিয়ে থাকে। পুলিশ চলে গেলেই তারা ছিনতাই শুরু করে। রাত হলে তালতলা ও বণগনের লোকজন মদনপুর থেকে অটো রিকশা আসেনা। তারা নবীগঞ্জ অথবা ২নং ঢাকেশ্বরী ঘাট পার হয়ে নিজ এলাকায় আসেন। তিনের পর দিন এলাকাবাসী ছিনতাইকারীদের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে। তাই এলাকাবাসী পুলিশ প্রশাসনসহ স্থানীয় এমপির হস্তক্ষেপ কামনা করছেন।
এই বিভাগের আরো খবর