শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ছাত্রলীগ কমিটি গঠন নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ৪ : পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৭   আপডেট: ২৫ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : বন্দর উপজেলা ছাত্রলীগ কমিটি গঠন নিয়ে ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায়  উভয় গ্রুপের মহিলাসহ ৪ জন রক্তাক্ত জখম  হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় বন্দর থানার কলাবাগ সমাজ কল্যান ক্লাবে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলো রাকিব (১৯), সামছুন নাহার বেগম (৪৫) ছেলে হাছান (২৩) ও আরাফাত (২২)। আহতদের মধ্যে রাকিবের অবস্থা আশংকা জনক। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে একে অপরকে ধাওয়া করলে বন্দর রেললাইন এলাকায় রনক্ষেত্রে পরিনত হয়। সাথে সাথে বন্ধ হয়ে যায় দোকান পাটসহ বিভিন্ন প্রকার যানবাহন। সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে পুলিশের আগমনের সংবাদ পেয়ে উভয় গ্রুপ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ২৩ র্মাচ রাতে বন্দর কলাবাগ এলাকায় ছাত্রলীগ কমিটি গঠন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে গত শুক্রবার রাতে বন্দর কলাবাগ এলাকার জসিম মিয়ার সন্ত্রাসী ছেলে ছাত্রলীগ কর্মী হাসান, একই এলাকার রফিকুল মিয়ার ছেলে রকি ও জসিমউদ্দিনসহ অজ্ঞাত নামা ৪/৫ জন ছাত্রলীগ কর্মী ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে কলাবাগ সমাজ কল্যান ক্লাবে অবস্থানরত ছাত্রলীগ কর্মী রাকিবের উপর হামলা চালায়। হামলাকারিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং  বাশ দিয়ে আঘাত করে রাকিবের অন্ডকোষে গুরুত্বর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় এলাকাবাসী আহত ছাত্রলীগ কর্মীকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে সেখান কার কর্তব্যরত চিকিকৎসক তাকে দ্রুত ঢামেক হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে আহত ছাত্রলীগ কর্মীর পিতা আলী আহাম্মদ বাদী হয়ে শনিবার দুপুরে ৩ জনের নাম উল্লখ্য করে এবং ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অপর পক্ষ আহত হাসান বাদী হয়ে জাপা নেতা মাঈনউদ্দিন মানু,  তার ছেলে নয়ন ও মেহেদীকে আসামী করে বন্দর থানায় অপর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ রির্পোট লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় উক্ত এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
এই বিভাগের আরো খবর