বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

বরফকল মাঠ রক্ষার দাবিতে নগরীতে মানববন্ধন

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৭   আপডেট: ২৫ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : চিহ্নিত ভূমিদস্যুদের কবল থেকে ঐতিহাসিক বরফকল মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী, সাবেক ও বর্তমান খেলোয়াররা। শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দলমত নির্বিশেষে সকলেই অংশ গ্রহণ করে। সাবেক ফুটবালার ইছাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, শাপলা ক্রীড়া সংঘর যুগ্ম সম্পাদক আসলাম, শেখ মো. আলাউদ্দিন, কামরুজ্জামান, তপু, হাসান দিপু, সজিব, সোহেল রানা এবং খানপুর যুব সমাজের সদস্যবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যপূর্ণ এলাকা। বরফকল মাঠ থেকে অনেক খেলোয়ারই জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছে। এই খেলার মাঠ যদি না থাকে এখানকার ছেলেরা কোথায় গিয়ে খেলবে? তারা যদি খেলাধুলায় মগ্ন না থাকে তাহলে এক সময় দেখা যাবে বিভিন্ন নেশায় ও সন্ত্রাসের সাথে যুক্ত হয়ে যাবে। তাই মাঠটি ভূমি চিহ্নিত ভুমিদস্যুদের হাত থেকে রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করছি। আল আমিন/এস/এস
এই বিভাগের আরো খবর