শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

মাটির উদ্দ্যোগে আবৃত্তি ও ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৭   আপডেট: ২৪ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডট কম: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে  আবৃত্তি ও ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠন ‘মাটি’ । সংগঠনের সমন্বয়ক শ্যামল পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক রীতা ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে  ছিলেন নারায়ণগঞ্জ  সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল। প্রতিযোগীতা শেষে  ৩টি বিভাগে সেরা ৫ জন করে মোট ৩০ জনকে বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা পুরস্কার  প্রদান করা হয়।  শুক্রবার(২৪মার্চ) বিকাল ৩ টায় গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ে জেলার বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী  ৩টি বিভাগে  প্রতিযোগীতায় অংশগ্রহন করে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবানি শঙ্কর রায়, মলয় দাস চন্দন,  গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, কবি দীপক ভৌমিক, ছড়াকার আহমেদ বাবলু, কবি মুহম্মদ সেলিম,  নারী সংহতির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পপি রাণী সরকার সহ আরো অনেকে। অনুষ্ঠানের পরিচালক ফখরুল ইসলাম যুগের চিন্তা ২৪ ডট কম কে  বলেন, পাঠ্য বইসহ সকল  স্থানে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস শিক্ষা দেয়া হচ্ছে। আমরা মাটি সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠনের এ আয়োজনের মধ্য দিয়ে চেষ্টা করেছি  আমাদের সন্তানদের মাঝে সঠিক ইতিহাস তুলে ধরতে। তাদের মানসিক বিকাশে এ অয়োজন সহায়ক হিসেবে কাজ করবে। ক- বিভাগে কবি সুকুমার বড়–য়ার মুক্তিসেনা, খ-বিভাগে কবি মুহম্মদ সেলিম রচিত তোমাকে দিলাম এবং গ-বিভাগে  ছড়াকার আহমেদ বাবলুর ছড়া কচুরি ফুল আবৃত্তি করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সুজিত সরকার।
এই বিভাগের আরো খবর