বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

আমরা নারায়ণগঞ্জবাসীর স্মারক: গ্যাসের দাবীতে হুংকার

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৭   আপডেট: ২৩ মার্চ ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: আবাসিক চুলায় নিরবিচ্ছিন্ন পর্যাপ্ত পরিমাণে গ্যাস সরবরাহ ও পাইপ লাইন সংস্কার করার দাবি জানিয়েছেন অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী”। একই সঙ্গে এ দাবি পূরণ না হলে বিক্ষোভ কর্মসূচি সহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারী দেয়ছেন তারা। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের বালুর মাঠ এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড নারায়ণগঞ্জ কার্যালয়ে উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মুকবুল আহম্মদের কাছে স্মারকলিপি জমা দেন নেতারা। তারা অনুরোধ জানান এ সমস্যা বিষয়ে সমাধানের জন্য তিতাস গ্যাসের মহা ব্যবস্থাপকে অবহিত করতে। স্মারকলিপিতে উল্লেখ করেন, নারায়ণগঞ্জ শহর ও শহরতলী এলাকায় আবাসিক চুলায় ধারাবাহিক গ্যাস সংকটের কারণে ২০১৩ সাল থেকে তিন বছর ধরে ‘আমরা নারায়ণগঞ্জবাসী ’ সংগঠনের আন্দোলনে দেড় বছর আগে নারায়ণগঞ্জবাসী কিছুটা গ্যাস পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। একই সঙ্গে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আগামী ৫০ বছরের জন্য গ্যাস সংকট হবে না বলে আশ্বস্ত করেছিল। কিন্তু অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। গত কয়েকদিন ধরে আবারও আবাসিক চুলায় চরমভাবে গ্যাস সংকট দেখা দিয়েছে। যে কারণে মা বোনদের রান্নার কাজে হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে মাসদাইর, গলাচিপা-কলেজ রোড, আল্লামা ইকবাল রোড, শেরে এ বাংলা সড়ক, দেওভোগ, পশ্চিম দেওভোগ, নাগবাড়ি, আদর্শগ্রাম, তাঁতিপাড়া, আমবাগান, বৌ-বাজার, ভূঁইয়াপাড়া, উকিলপাড়া, ভূঁইয়ারবাগ, নন্দিপাড়া, ডিএন রোড, বেপারীপাড়া, পাইকপাড়া, জল্লারপাড়, নয়াপাড়া, ১নং ও ২নং বাবুরাইল, দেওভোগ পাক্কারোড, পালপাড়া, নিতাইগঞ্জ, শহীদনগর, শীতলক্ষ্যা, তামাকপট্টি, নলুয়া রোড, টানবাজার, নয়ামাটি, আমলাপাড়া, কালিরবাজার, মিশনপাড়া, ডন চেম্বার, খাঁনপুর, ব্যাংক কলোনী, তল্লা, হাজীগঞ্জ, জামতলা, গাবতলী, ইসদাইর ও চাষাঢ়াসহ বহু এলাকার দিনের বেলা গ্যাসের চাপ শূন্য হয়ে যায়। এ অবস্থায় দিনের বেলা রান্নার কাজের সময় নিরবিচ্ছিন্ন পর্যাপ্ত গ্যাসের চাই। একই সঙ্গে গোদনাইল পঞ্চবটি নবনির্মিত ১২ ইঞ্চি পাইপ লাইনের চাষাঢ়া পয়েন্ট থেকে নিতাইগঞ্জ পর্যন্ত প্রতিশ্রুত একটি ৬ ইঞ্চি সরবরাহ পাইপ লাইন দ্রুত স্থাপন ও পুরাতন সরবরাহ লাইনগুলি সংস্কার করে নতুন পাইপ লাইন সংযোজন করা হোক।’ ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদের নেতৃত্ব উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সাংগঠনিক সম্পাদক রমজানুল রশীদ, সম্পাদক মন্ডলীর সদস্য মাহমুদ হোসেন, এসএম মোসাদ্দেক, মানিক হোসেন, ডা. মো.নুরল ইসলাম, শফিকুল ইসলাম খান, আজমত উল্লাহ খন্দকার, মো. সেলিম হোসেন, আঞ্জুমান আরা আকসির, আব্দুর সাত্তার, মাকিদ মোস্তাকিদ শিপলু, পারভেজ খান, ইউনিস মিয়া, খাজা আহম্মদ, মোহাম্মদ হোসেন কাজল, সেলিম সিদ্দিক, ইসমাইল করিম, আল আমিন প্রমুখ। প্রসঙ্গত অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ পক্ষ থেকে গ্যাস, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি সহ সামাজিক সমস্যা নিয়ে দীর্ঘ দিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।
এই বিভাগের আরো খবর