বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

বন্দরে ২ শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি পরিক্ষার্থীদের বিদায়, নবীন বরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৭   আপডেট: ২৩ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : বন্দরে ২টি শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি পরিক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও বার্ষিক পুরুস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দরে ঐতিহ্যবাহী কদম রসুল ডিগ্রি কলেজ ও হাজী ইব্রাহীম আলম চাঁন স্কুল এন্ড কলেজে বিদায় সংবর্ধণা ও নবীন বরণ  অনুষ্ঠিত হয়। কদম রসুল ডিগ্রি কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ প্রফেসর ড. শিরিন বেগম। কদম রসুল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব মাহতাব উদ্দিনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য ও বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সম্মানিত অভিভাবক প্রতিনিধি মোঃ সোহেল মিয়া, ফকরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি নাহিদা বেগম, আয়শা আক্তার ও জাহাঙ্গীর আলম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মহিলা কাউন্সিলর রেজওয়ানা হক সুমী সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন কলেজের সহকারি অধ্যাপক মাসুদুর রহমান ও বন্দর থানা ছাত্রলীগ নেতা আরাফাত কবীর ফাহিম প্রমুখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বৃন্দ বিদায় শিক্ষার্থীদের কাছে শিক্ষা উপকরণ তুলে দেন। এবং বিদায় ছাত্র/ছাত্রীদের মঙ্গল কামনার জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়াও একই দিনে একই সময়ে বন্দরে আরো এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী ইব্রাহীম আলম চাঁন স্কুল এন্ড কলেজে এইচ এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মঞ্জুর হাসান মঞ্জু। হাজী ইব্রাহীম আলম চাঁন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আহাম্মদ হালিম মজহারের সভাপতিত্বে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ, মোঃ আফজাল, মোঃ খালিদ হোসেন, নাজমা ইসলাম, মোঃ রবিউল আউয়াল রবি, শিক্ষক প্রতিনিধি রাবিয়া বেগম, এমদাদ হোসেন। হাজী ইব্রাহীম আলম চাঁন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম বাদলের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক লুৎফা বেগম, আশ্রাফ হোসেন, বজলুর রশীদ, মোঃ মিজানুর রহমান, প্রফেসার মোঃ শাহীনসহ উক্ত কলেজের শিক্ষার্থী বৃন্দ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদায় ছাত্রছাত্রীদের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। জিএস/এস/এস
এই বিভাগের আরো খবর