শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

রূপগঞ্জে ৩ টেক্সটাইল মিলে দুর্ধর্ষ চুরি

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৭   আপডেট: ২৩ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জে পৃথকস্থানে ৩ টি টেক্সটাইল মিলে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার মধ্যরাত থেকে ভোররাতের মধ্যে যেকোন সময়ে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদি এলাকায় এসব চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ টেক্সটাইল মিলগুলো হলো, রুহুল আমিন টেক্সটাইল, আলামিন টেক্সটাইল ও মতলিব টেক্সটাইল। চোরের দলরা রুহুল টেক্সটাইলের ১৮ লাখ টাকা কাপড়, আলামিন টেক্সটাইলের স্টোররুম হতে ৪টি মটর, মতলিব টেক্সটাইল মিলের স্টোররুম হতে ১টি মটর ও ১ কয়েল ইলেক্ট্রিক তার চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় রুহুল আমিন টেক্সটাইলের মালিক মোঃ রুহুল আমীন থানায় অভিযোগ দায়ের করেছেন। বানিয়াদি এলাকার রুহুল আমিন টেক্সটাইলের মালিক মোঃ রুহুল আমীন জানান, শুক্রবার রাতে টেক্সটাইল মিলের প্রহরী নিচ তলায় ঘুমিয়ে ছিলো। চোরের দলেরা রাতের যে কোন সময় কারখানার পেছন দিক থেকে দোতলা গোডাউনের জানালার গ্রিল কেটে ২৫০ রোল কাপর চুরি করে নিয়ে যায় চোরের দল। রুহুল আমীন আরো জানান, প্রতিটি রোলে ৫০গজ কাপড় ছিল । খোয়া যাওয়া কাপড়ের বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ টাকা। একই দিনে বানিয়াদি এলাকার আলামিন টেক্সটাইলের স্টোররুম হতে ৪টি মটর, মতলিব টেক্সটাইল মিলের স্টোররুম হতে ১টি মটর ও ১ কয়েল ইলেক্ট্রিক তার চুরি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বানিয়াদি এলাকায়  চোর আতঙ্ক বিরাজ করছে । এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, এধরনের একটি অভিযোগ পেয়েছি চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চোরের দলকে আটকের চেষ্টা চলছে। দুলাল/এস/এস
এই বিভাগের আরো খবর