বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

বন্দরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসা

প্রকাশিত: ২১ মার্চ ২০১৭   আপডেট: ২১ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : বন্দরে বঙ্গবন্ধুর  জন্মদিন উপলক্ষে জেনারেল এন্ড ক্যান্সার হসপিটাল রিসার্চ ফাউন্ডেশন এন্ড ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে কেক কেটে দোয়া মাহফিল, আলোচনা সভা, মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও  ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে বন্দরের ধামগড় ইউনিয়নের জাঙ্গালে অবস্থিত ওই ফাউন্ডেশন এন্ড ডায়াবেটিস সেন্টারে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শত শত গরিব, সুবিধাবঞ্চিত ও দুঃস্থদেরকে ফ্রি চিকিৎসা ও তাদের মধ্যে ঔষধ বিতরণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা ডাঃ আব্দুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কাদের ও বিশিষ্ট শিল্পপতি এবং ফ্লাইং বার্ডস কর্পোরেশনের চেয়ারম্যান এ এফ এম আবু তাহের। মৌসুমী হাবিব তার বক্তব্যে বলেন অত্র অঞ্চলে দুঃস্থ’ নারী ও শিশুদের ফ্রি চিকিৎসা প্রদানকে আরও প্রসারিত করার স্বপ্ন দেখে যাচ্ছেন ডাঃ আব্দুর রহমান। এখানে পূর্ণাঙ্গ একটি ক্যান্সার রিসার্চ কমপ্লেক্স নির্মাণ ও মেডিকেল কলেজ স্থাপনের সাহসি উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি আমি সরকারের পক্ষ থেকে পূর্ণ সহায়তার আশ্বাস দিচ্ছি। তিনি গরিবদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ সময় ডাঃ আব্দুর রহমান সমাজের বিত্তবান ব্যক্তিদেরকে গরিব-দুঃখিদের চিকিৎসা সহায়তা দিতে এগিয়ে আসার আহবান জানান।

দিই/এস/এস

এই বিভাগের আরো খবর