শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

২৪-২৭ মার্চ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস

প্রকাশিত: ২১ মার্চ ২০১৭   আপডেট: ২১ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আসন্ন নবম কংগ্রেস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেছেন, ২০০৪ সালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির তৎকালীন লেজুড়বৃত্তির সুবিধাবাদী রাজনীতি ও অধঃপতিত নেতৃবৃন্দকে প্রত্যাখ্যান করে পার্টি বিপ্লবী আদর্শ ও রাজনীতিকে ধারণ করে সেদিন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তার পথচলা শুরু করে ইতোমধ্যে ৭ম ও ৮ম কংগ্রেস সম্পন্ন করে এবার ২৪-২৭মার্চ নবম কংগ্রেসে মিলিত হতে যাচ্ছে। ইতোমধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ২০১৪ সালের ৫ জানুয়ারীর তামাশার নির্বাচন বয়কট করলেও ২০১৫-১৬ সালের পার্টির দলীয় প্রতিক ‘কোদাল’ নিয়ে স্থানীয় নির্বাচন সমূহে অংশগ্রহন করেছে। দেশের অপরাপর বামপন্থী দলগুলো যখন দেশের চলমান দ্বি-দলীয় রাজনৈতিক শিবিরে নিজের অস্তিত্ব বিলিন করছিল তখন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দ্বি-দলীয় অপরাজনৈতিক ধারার বাইরে বামপন্থী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে, এবং তারই ধারাবাহিকতায় বর্তমান গণতান্ত্রিক বাম মোর্চা দেশ ও জনগণের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ২৪মার্চ বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে পার্টির নবম কংগ্রেসের উদ্বোধনী অধিবেশন শুরু হবে, এবং ২৫ মার্চ সকাল থেকে ২৭মার্চ ২০১৭ পর্যন্ত সেগুনবাগিচায় স্বাধীনতা হলে কংগ্রেসের কার্য অধিবেশন চলবে। ইতোমধ্যে ভারতের কমিউনিস্ট পার্টি এল.এম লিবারেশন ও নেপালের কমিউনিস্ট পার্টি ইউএমএল-এর প্রতিনিধিরা কংগ্রেসে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আরও ২/৩টি দেশ থেকে অংশগ্রহন করবেন বলে ইতোমধ্যেই কেউ কেউ যোগাযোগ করছেন। নেতৃবৃন্দ আগামী ২৪-২৭মার্চ ২০১৭ পার্টির নবম কংগ্রেস সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন। আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, উপস্থিত ছিলেন, পার্টির রাজনৈতিক কমিটির নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য মোকলেছুর রহমান, রাশিদা বেগম, মোজাম্মেল হোসেন মোস্তাক। সংবি/এস/এস
এই বিভাগের আরো খবর