শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

দামেস্কে বিদ্রোহীদের আকস্মিক হামলা

প্রকাশিত: ১৯ মার্চ ২০১৭   আপডেট: ১৯ মার্চ ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র লড়াই শুরু হয়েছে। রাজধানীর পূর্বাঞ্চলে হঠাৎ করেই রোববার এ হামলা চালাতে শুরু করেছে।স্থানীয় বাসিন্দা ও পর্যবেক্ষকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শহরের প্রাণকেন্দ্রে বিদ্রোহীদের ছোঁড়া গোলা আঘাত হানছে। সরকারি সেনাদের প্রতিরক্ষা বুহ্যে আঘাত হানার আগে বিদ্রোহীরা জোবার জেলায় দুটি আত্মঘাতী হামলা চালিয়েছে। সেনাবাহিনী অবশ্য এর জবাবে বিমান হামলা চালাতে শুরু করেছে।সিরিয়ার সরকারি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, জোবার জেলায় হামলা চালাতে গোপন টানেলও ব্যবহার করা হয়েছে।বার্তা সংস্থা এএফপির সংবাদদাতারা জানিয়েছেন, বিস্ফোরণে রাজধানী প্রকম্পিত হওয়ার পর সেনাবাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আব্বাসিদ স্কয়ারে যাওয়ার পথের কাছাকাছি চলে এসেছে।লন্ডনভিত্তিক সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বারজেহ, তিশরিন ও কিউবান জেলায় সেনাবাহিনীর আক্রমণের মুখে থাকা যোদ্ধাদের ওপর চাপ কমাতেই বিদ্রোহীরা এই আচমকা হামলা চালিয়েছে।এর আগে গত বুধবার দামেস্কের প্রাণকেন্দ্রে অবস্থিত সর্বোচ্চ আদালত প্রাঙ্গনে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হয়েছিল। পরে রাবউইহ জেলার পশ্চিমে আরেকটি আত্মঘাতী হামলা চালানো হয়েছিল।
এই বিভাগের আরো খবর