শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ফতুল্লায় ৫ কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা সীলগালা

প্রকাশিত: ১৯ মার্চ ২০১৭   আপডেট: ১৯ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (ফতুল্লা) : ফতুল্লার মাহমুদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় গ্যাস সংযোগের কাজে ব্যবহৃত ২টি রেগুলেটর, ২টি কম্প্রেসার, ২টি বল ভাল্ব, অবৈধ ভাবে গৃহীত ৩টি রাইজার, ৪’শ ৮০ ফুট হুস পাইপসহ আনুসাঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়। কারখানাগুলো হলো, মাহমুদপুর বটতলা এলাকায় বিপুলের মালিকানাধীন রায়হান কেমিক্যাল কোম্পনীর ব্যানারে অল আউট মশার কয়েল কারখানা এবং একই এলাকার আব্দুর রবের মালিকানীধ মাসুদ কনজুমার প্রোডাক্টস এবং ফাতেমা ফুড এন্ড কেমিক্যাল কোম্পানীর ব্যানারে বিভিন্ন নামে পরিচালিত পরিচালিত ৪টি কারখানা। গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে ওই কারখানাগুলোর মালিক পালিয়ে যাওয়ায় আদালত কারখানাগুলোতে সীলগালা করে দেয়। রোববার বেলা ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন আঞ্চলিক বিপনণ কার্যালয় কর্তৃপক্ষ কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাহমুদপুর বটতলা ও কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে এসব ফ্যাক্টরীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন করেন। নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপনণ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মো: জাফরুল আলম জানায়, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে খোঁজ খবর নিয়ে নিশ্চিত হয়ে জেলা প্রশাসন এবং তিতাস কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জাহাঙ্গীর আলম জানায়, একটি অসাধু মহল সরকারী গ্যাস অবৈধভাবে চুরি করে কারখানায় ব্যবহার করে রাজস্ব ফাঁকি দিচ্ছে। এ প্রেক্ষিতে জেলা প্রশাসন এবং তিতাস গ্যাসের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  ওই ৫ কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং আনাসাঙ্গিক মালামাল জব্দ করা হয়। তবে এ সময় মালিক পক্ষ পালিয়ে যাওয়ায় কারখানাগুলো গুলো সীলগালা করে দেয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আলআমিন/এস/এস
এই বিভাগের আরো খবর